<p><strong>মুম্বই:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে একেবারেই ভাল জায়গায় নেই এই মুহূর্তে কেকেআর। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে তাঁরা। তিনটি ম্য়াচ খেলে এখনও পর্যন্ত একটি মাত্র ম্য়াচে শুধু জয় ছিনিয়ে নিতে পেরেছে অজিঙ্ক রাহানের দল। নেট রান রেটও তলানিতে ঠেকেছে। সুনীল নারাই, <a title="আন্দ্রে রাসেল" href="https://bengali.abplive.com/topic/andre-russel" data-type="interlinkingkeywords">আন্দ্রে রাসেল</a>, রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানার মত তারকা প্লেয়াররা কেউই ভাল পারফর্ম করতে পারেননি এখনও পর্যন্ত। তবে এই দলেরই এক প্লেয়ারের ফিটনেসের সঙ্গে বিরাট কোহলির ফিটনেসের তুলনা করলেন হরভজন সিংহ। </p>
<p>মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> দলের ব্যাটিং বিভাগ এতটাই ভঙ্গুর ছিল যে চাপে পড়ে যায় টিম ম্য়ানেজমেন্ট। দলের টপ অর্ডার দ্রুত আউট হয়ে যাওয়ায় মণীশ পাণ্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পাঠানো হয়। যদিও তিনিও তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। ১৪ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হন। ২ টো বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়ে অশ্বিনি কুমারের বলে আউট হন। ব্যাট হাতে বড় রান না পেলেও অভিজ্ঞ মণীশকেই বিরাটের সমকক্ষ ফিল্ডার বলছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার। </p>
Source link
বিরাটের ফিটনেসের সঙ্গে পাল্লা দিতে পারেন কেকেআরের এই তারকা প্লেয়ার?
