NOW READING:
দিল্লির অশ্বমেধের ঘোড়া থামানোর লক্ষ্য আজ মাঠে নামবে মুম্বই, কে হাসবে শেষ হাসি?
April 13, 2025

দিল্লির অশ্বমেধের ঘোড়া থামানোর লক্ষ্য আজ মাঠে নামবে মুম্বই, কে হাসবে শেষ হাসি?

দিল্লির অশ্বমেধের ঘোড়া থামানোর লক্ষ্য আজ মাঠে নামবে মুম্বই, কে হাসবে শেষ হাসি?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> এখনও পর্যন্ত চলতি আইপিএলের একমাত্র দল যাঁরা কোনও ম্য়াচে হারেনি। দিল্লি ক্যাপিটালসকে হয়ত এই মরশুম শুরুর আগে কেউই হিসেবের খাতায় ধরেনি। কিন্তু টুর্নামেন্টে নিজেদের চারটি ম্য়াচ খেলার পর এখনও পর্যন্ত অপরাজিত এই দলটি। অক্ষর পটেলের নেতৃত্বের এবার খেতাব জয়ের পথে দৌড়োচ্ছে দিল্লি শিবির। পয়েন্ট টেবিলেও শীর্ষে তারা। আজ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। প্রায় এক সপ্তাহ ছুটি কাটানোর পর আজ তরতাজা হয়ে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামতে চলেছে <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র দল।</p>
<p style="text-align: justify;">নিজেদের প্রথম দুটো হোমম্য়াচ ভাইজাগে খেলেছে দিল্লি ক্যাপিটালস। এরপর দুটো অ্য়াওয়ে ম্য়াচ তাঁরা খেলেছে চেন্নাই ও বেঙ্গালুরুতে। ধোনির ডেরায় গিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন দলকে হারানো ও বিরাটের ডেরায় গিয়ে আরসিবিকে দাপটের সঙ্গে হারিয়ে আসা। আর সেই ম্যাচেই কে এল রাহুলের ব্যাট থেকে এই ম্য়াচেই এসেছিল ম্য়াচ জেতানো অপরাজিত ৯৩ রানের ইনিংস। আজও বোল্ট, বুমরা, চাহারদের বিরুদ্ধে কিন্তু রাহুলের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে গোটা দিল্লি শিবির। তবে ওপেনিংয়ে জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক রানের মধ্যে নেই। ফাফ ডু প্লেসি এই ম্য়াচে খেলবেন কি না তা নিশ্চিত নয়। বোলিং বিভাগে মিচেল স্টার্ক উইকেট পেলেও প্রচুর রান খরচ করছেন। মুকেশ কুমার ও মোহিত শর্মাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। তবে দিল্লি শিবিরের ইতিবাচক দিকে বিপরাজ নিগমের ফর্ম। ব্যাটে-বলে যখনই দলের সমস্যা বেড়েছে তখনই জ্বলে উঠেছেন এই তরুণ তারকা।&nbsp;</p>
<p style="text-align: justify;">অন্য়দিকে মুম্বই শিবিরে <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মাকে এই মুহূর্তে চলতি মরশুমে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে। কিন্তু হিটম্য়ানের ব্য়াট থেকে এখনও বড় ইনিংস এই মরশুমে। তা কিন্তু টপ অর্ডারে কিছুটা চাপ বাড়িয়েছে মুম্বইয়ের। এছাড়া সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেটও একটা বড় ইস্যু। রান পেলেও অনেক বল নষ্ট করছেন তিনি। যার ফলে লোয়ার অর্ডারে হার্দিকের ওপর চাপ বাড়ছে। তিনি অনেক ম্য়াচে চালিয়ে খেলে শেষ চেষ্টা করলেও রান তাড়া করতে নেমে অল্পের জন্য তরী পার করাতে পারেননি। তবে মুম্বইয়ের বোলিং লাইন আপে বুমরার অন্তর্ভূক্তি নিঃসন্দেহে ভারসাম্য় বাড়িয়েছে টিমের।</p>
<p style="text-align: justify;">এখনও পর্যন্ত দুটো দল ৩৫ বার মুখোমুখ হয়েছে। তার মধ্য়ে মুম্বই জিতেছে ১৯ বার। ১৬ বার জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।&nbsp;</p>



Source link