<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> টস জিতেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। মনে হয়েছিল দেড়শোর ভেতরেই দিল্লিকে আটকে রাখতে পারবে আরসিবি। অন্তত শুরুটা তেমনই হয়েছিল। অভিষেক পোড়েল ও করুণ নায়ার দ্রুত ফিরে যাওয়ার পর ধীরে ধীরে ম্য়াচে ফিরছিল আরসিবি। তবে সেখান থেকেই কিছুটা গিয়ার বদলে খেলাটা স্লো করে দেন কে এল রাহুল ও অক্ষর পটেল। ধৈর্য্য ধরে ক্রিজে থেকে দলের স্কোর সম্মানজনক জায়গা নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর শেষ পাঁচ ওভারে ক্যামিও ইনিংস খেললেন ত্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত বোর্ডে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ৩ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। </p>
Source link
রাহুলের ৪১, স্টাবসের ঝোড়ো ক্যামিওতে দেড়শোর গণ্ডি পেরিয়ে গেল দিল্লি
