NOW READING:
রাহুলের ৪১, স্টাবসের ঝোড়ো ক্যামিওতে দেড়শোর গণ্ডি পেরিয়ে গেল দিল্লি
April 27, 2025

রাহুলের ৪১, স্টাবসের ঝোড়ো ক্যামিওতে দেড়শোর গণ্ডি পেরিয়ে গেল দিল্লি

রাহুলের ৪১, স্টাবসের ঝোড়ো ক্যামিওতে দেড়শোর গণ্ডি পেরিয়ে গেল দিল্লি
Listen to this article



<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> টস জিতেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। মনে হয়েছিল দেড়শোর ভেতরেই দিল্লিকে আটকে রাখতে পারবে আরসিবি। অন্তত শুরুটা তেমনই হয়েছিল। অভিষেক পোড়েল ও করুণ নায়ার দ্রুত ফিরে যাওয়ার পর ধীরে ধীরে ম্য়াচে ফিরছিল আরসিবি। তবে সেখান থেকেই কিছুটা গিয়ার বদলে খেলাটা স্লো করে দেন কে এল রাহুল ও অক্ষর পটেল। ধৈর্য্য ধরে ক্রিজে থেকে দলের স্কোর সম্মানজনক জায়গা নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর শেষ পাঁচ ওভারে ক্যামিও ইনিংস খেললেন ত্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত বোর্ডে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ৩ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার।&nbsp;</p>



Source link