<p style="text-align: justify;"><strong>বিশাখাপত্তনম:</strong> ১৬৪ রানের লক্ষ্যমাত্রা। স্টার্ক-কুলদীপদের সহজ করে দেওয়া কাজটা কঠিন করার কোনও দরকারই ছিল না। ধীরে সুস্থে খেলেই আরামসে এই রান বোর্ডে তুলে নেওয়া যায়। ঠিক সেটাই করলেন দিল্লির ব্য়াটাররা। মার্শের পরিবর্তে এদিন নেমেছিলেন ডু প্লেসির সঙ্গে ওপেনে জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক। ওপেনিংয়ে দুই বিদেশিই দিল্লির স্কোরবোর্ডকে সচল রাখলেন পুরো পাওয়ার প্লে-তে। জয়ের ভিতটা গড়ে দিলেন তখনই। ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে প্রথম আউট হলেন দিল্লি শিবিরে। তখন দিল্লির স্কোর ৯.১ ওভারে ৮১। সেখান থেকে জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা। </p>
<p style="text-align: justify;">কিন্তু হঠাৎ করেই বাধা হয়ে দাঁড়ালেন হায়দরাবাদের তরুণ বোলার জিসান আনসারি। প্রথম <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> ম্য়াচ খেলতে নেমেছিলেন। আর প্রথম ম্য়াচেই তিন উইকেট নিয়ে নিলেন। হঠাৎ করেই পরপর দিল্লির তিনটি উইকেট তুলে নিলেন। প্রথমে ডু প্লেসিকে ফেরালেন। এরপর নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরালেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ককে। ৪টি বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্যে ৩২ বলে ৩৮ রান করে ফিরলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের নিজের প্রথম ম্য়াচ খেলতে নেমেছিলেন কে এল রাহুল। শুরুটা দারুণ হয়েছিল। ৫ বলে ১৫ রানও নিজের নামের পাশে তুলে নিয়েছিলেন। তবে সেখানেও ফের আঘাত হানেন ২৫ বছরের জিসানই। লেগস্পিনারের বল বুঝতেই পারলেন না কে এল। বোল্ড হয়ে গেলেন। ১১৫ রানে হঠাৎ করেই তিনটি উইকেটের পতন কিছুটা চাপ বাড়িয়েছিল দিল্লির। তবে সেই চাপ আর বাড়তে দিলেন না অভিষেক পোড়েল। </p>
<p style="text-align: justify;">ত্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে দলের জয়ের রাস্তা তৈরি করলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্যাটার। নিজে ক্যাচ ফেলেছিলেন সানরাইজার্সের অনিকেত বর্মার। তাই ব্যাট হাতে রান করার বাড়তি তাগিদ ছিলই। ঠিক সেটাই করলেন শেষ পর্য়ন্ত টিকে থেকে। ম্য়াচ জেতালেন দলকে। চার ওভার বাকি থাকতেই উইনিং শটটাও এল পোড়েলের ব্যাট থেকে। ছক্কা হাঁকিয়ে ম্য়াচ ফিনিশ করলেন বাঁহাতি তরুণ। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকলেন পোড়েল। ২টো বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকালেন তিনি। স্টাবস তিনটি বাউনড্ারির সাহায্য়ে ১৪ বলে ২১ রান করে অপারজিত থাকলেন। টানা দ্বিতীয় জয় আইপিএলে ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এলে তাঁরা। সমসংখ্যক ম্য়াচ জিতলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে আরসিবি।</p>
Source link
ডু প্লেসির অর্ধশতরান, পোড়েলের ক্যামিও, হায়দরাবাদ বধে টানা দ্বিতীয় জয় দিল্লির
