<p>তাঁকে নিয়ে টুর্নামেন্ট যত এগােচ্ছে ততই সমালোচনার ঝড় উঠছে। ৪৪ ছুঁইছুঁই ধোনি পারফর্ম না করার পরেও কেন খেলে যাচ্ছেন? কেন সিএসকের জার্সিতে ব্যাটিং করতে নেমে গুচ্ছ গুচ্ছ বল নষ্ট করছেন। যদিও টিম ম্য়ানেজমেন্ট এমনকী স্বয়ং কোচ স্টিফেন ফ্লেমিং বারবার ধোনি ইস্যুকে কিছু না কিছু বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তবুও দল যেভাবে হেরেই চলেছে, তাতে চাপ কিন্তু দলের সঙ্গে বাড়ছে ধোনির ওপরও। আজ যেমন আরও একবার মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তাও আবার এবারের টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।</p>
<p><strong>মুখোমুখি মহারণে কারা এগিয়ে?</strong></p>
<p>চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের মধ্যে মুখােমুখি মহারণে এখনও পর্যন্ত চেন্নাই খানিকটা এগিয়ে। তারা ১৬-১৪ ব্যবধানে এগিয়ে রয়েছে। অর্থাৎ হলুদ জার্সিধারীরা দুটো ম্য়াচ বেশি জিতেছে। ২০২২ সাল থেকে পাঞ্জাব ও চেন্নাইয়ের মুখোমুখি মহারণে পাঁচবারের মধ্যে চারবারই জিতেছে পাঞ্জাব।</p>
<p><strong>চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে কেঁদেছিলেন শ্রেয়স?</strong></p>
<div class="image-pod">
<div class="figure">
<div class="figcaption">আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। পঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে ম্যাচ জেতানো ইনিংসও খেলছেন। গত আইপিএলেই অধিনায়ক হিসাবে <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>কে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার। যদিও এবার তাঁকে রিটেন করেনি <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>। পঞ্জাব কিংসেও অধিনায়ক হিসাবেই দায়িত্ব নিয়েছেন শ্রেয়স। টুর্নামেন্ট চলাকালীনই তিনি জানালেন নিজের জীবনের এক অজানা ঘটনার কথা। শ্রেয়স জানালেন, মাঠেই একবার কেঁদে ফেলেছিলেন তিনি। এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে।</div>
</div>
</div>
Source link
টস জিতলেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার
