Indian in Bangladesh: দেশে ফেরত পাঠানো আগেই মৃত্যু জেলবন্দি ভারতীয়র, বাংলাদেশ থেকে ফিরল বিজলি রায়ের দেহ

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক হয়েছিলেন ২০২১ সালের জুন মাসে। অবৈধ অনুপ্রবেশের জন্য সাজা কাটাও হয়ে গিয়েছিল বিজলি রায়ের। কিন্তু মানসিক ভারসাম্যহীন বিজলি রায়ের আত্মীয়দের খোঁজ পাচ্ছিল না বিজিবি। কিন্তু সংবাদপত্র কর্মীর সহায়তায় যখন বিজলি রায়ের বাড়ির লোকজনের খবর পাওয়া গেল ততক্ষণে তাঁর মৃত্য়ু হয়েছে। সেই মরদেহ এতদিনে ভারতে ফেরাল বিজিবি।

আরও পড়ুন-মুখে কাপড় গোঁজা! ৪ বছরের শিশুকে ট্রলিব্যাগবন্দি করে…ভয়ংকর!

দুই মাস রাজশাহী মেডিকেল কলেজের মর্গে থাকার পর অবশেষে তাঁর প্রাণহীন দেহ দেশে পাঠানো হল। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ হস্তান্তর করা হয় বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন রাজশাহীর জেল সুপার রত্না রায়।

বিজলির বাড়ি বিহারের মোজাফফরপুর জেলার মিনাপুর থানার চক জামাল গ্রামে। তাঁর এই ঠিকানা খুঁজে বের করে পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেছিলেন বেসরকারি একটি টিভি চ্যানেলের জ্যেষ্ঠ চিত্রগ্রাহক শামসুল হুদা। তাঁর প্রচেষ্টাতেই মৃত্যুর পর হলেও বাড়ি ফিরছেন বিজলি রায়।

সংবাদপত্র কর্মী শামসুল হুদা জানান, তাঁর এ ধরনের উদ্যোগের কথা চুয়াডাঙ্গার জেল সুপারের মাধ্যমে জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার। তিনি শামসুল হুদাকে ভারতের বন্দি ১১ জনের একটি তালিকা পাঠান। এর মধ্যে ছয়জনকে পরিবারের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। এরপর শুরু করেন বিজলি রায়কে ফেরানোর কাজ। শামসুল হুদা আরও জানান, বিজলি রায়ের নথিপত্রে রাজ্য ও থানার নাম ঠিক ছিল; কিন্তু গ্রাম ও পোস্ট অফিসের নাম ভুল ছিল। গ্রামের নাম ছিল জেমাল। তিনি মিনাপুর থানায় যোগাযোগ করেন। এরপর জেমাল নামের কাছাকাছি কোন কোন গ্রামের নাম রয়েছে সেগুলো খুঁজে দেখার চেষ্টা করেন। একপর্যায়ে পেয়ে যান চক জামাল গ্রামের নাম। গত বছরের ২৬ ডিসেম্বর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলে তারা বিজলির পরিবারের সন্ধান দেয়। ২৯ ডিসেম্বর বিজলি রায়ের যাবতীয় অফিশিয়াল নথি ঢাকায় ভারতীয় দূতাবাসে ই–মেইল করে পাঠানো হয়।

বিজলির ভাই বদ্রি রায় মাঝেমধ্যেই ফোন করে খোঁজখবর নিতেন বলে জানান শামসুল হুদা। তিনি জানান, বেশ কয়েকবার তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন; কিন্তু জেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় সরাসরি তাঁর সঙ্গে কথা বলিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁকে দেখতে কেমন, এ রকম কয়েকটি ছবি বদ্রি রায়কে পাঠানো হয়েছিল। গত ১৫ জানুয়ারির বদ্রি রায় ফোনে জানান, বাংলাদেশ থেকে কেউ একজন তাঁকে ফোন করেছিলেন। সেই নম্বর নিয়ে যোগাযোগ করলে জানতে পারেন রাজশাহী জেলা কারাগারের জেল সুপারের। জেল সুপার তখন তাঁকে বলেন, ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে, বিজলি রায় গত চার দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যু হয়েছে, আমি ফোন দিয়েছিলাম; কিন্তু ভাষাগত সমস্যার কারণে বলতে পারিনি।

শামসুল হুদা বিজলির মরদেহ পরিবারের কাছে পৌঁছাতে আরেক লড়াইয়ে নামেন। তাৎক্ষণিক ভারতীয় দূতাবাসে বিষয়টি জানান। পাশাপাশি রাজশাহী জেলারকে মৃত্যুর বিষয়টি কারা অধিদপ্তরের মাধ্যমে হাইকমিশনকে অবহিত করারও অনুরোধ জানান। ১৬ জানুয়ারি সিনিয়র জেল সুপার রত্না রায় চিঠিতে কারা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেন। এরপর কারা মহাপরিদর্শক দপ্তর থেকে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে চিঠিটি দূতাবাস কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়। ঢাকায় ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ গত ১২ ফেব্রুয়ারি বিজলি রায়ের মরদেহটি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি পরিপত্র জারি করে। দূতাবাসের পাঠানো চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে কারা অধিদপ্তরের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছানোর জন্য প্রতিটি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে থাকেন শামসুল হুদা। তিনি জানান, অবশেষে ৩ মার্চ হাইকমিশন থেকে পাওয়া চিঠিটি কারা অধিদপ্তরে পাঠানো হলে তার ভিত্তিতে বিজলি রায়ের মরদেহের ছাড়পত্র রাজশাহী জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

রাজশাহীর সিনিয়র জেল সুপার রত্না রায় প্রথম আলোকে বলেন, সব প্রক্রিয়া শেষ করে শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের মর্গ থেকে বিজলির মরদেহ বের করা হয়। সকাল পৌনে আটটায় তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে যায়। জেলার মৃতদেহটি মিলিয়ে দেখেন। তারপর সাড়ে আটটায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের উদ্দেশে রওনা দেয়। সেখানে বেলা ১১টায় লাশ হস্তান্তরের সময় থাকলেও সব প্রক্রিয়া শেষে বেলা সাড়ে তিনটায় লাশ হস্তান্তর করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours