জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। আটারির ওপারে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে পিসিবি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রী-সাহচর্যের অনুরোধ! সিনিয়র ক্রিকেটারের কথা শুনে BCCI…
২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।
পাকিস্তান নিজেদের দেশর বাইরে ভিন্ন দেশে এই টুর্নামেন্ট নিয়ে যেতে একেবারেই রাজি ছিল না। বিস্তর বিরোধিতা করেও শেষে কোনও লাভ হয়নি। আইসিসি-র কাছে মাথা নত করতে বাধ্য হয়। এবার পাকিস্তান কি ভারতে পাল্টা দিল! পাকিস্তানের করাচি স্টেডিয়াম অর্থাত্ জাতীয় স্টেডিয়ামের ভাইরাল ভিডিয়ো সে কথাই বলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৮ দলের মধ্যে শুধু ভারত বাদে, প্রতি দলেরই পতাকা উড়ছে।
ফ্লাডলাইটের নীচে স্টেডিয়ামের মাথায় পাকিস্তান, বাংলাদেশ, নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তানের পতাকা রয়েছে। কিন্তু নেই জাতীয় পতাকা। এই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই আগুন জ্বলে গিয়েছে। যদিও বহু ভারতীয় সমর্থক বলেছেন, ‘তাতে কিসসু যায় আসে না’
আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। তার আগেই সলতেতে আগুন ধরিয়ে দিল পাকিস্তান। ভারতের গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ।
আরও পড়ুন: ‘রোহিত-বিরাটের…’! তারকা পুজোর চরম বিরোধিতায় অশ্বিন, নাম ধরে ধরে বোমাবর্ষণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)