জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ইন্ডিয়া। গত শুক্রবার জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টি-২০ আই ভারত ১৩৫ রানে জিতেছে। সঞ্জু স্য়ামসন (Sanju Samson), তিলক ভার্মার (Tilak Varma) সৌজন্য়ে। ভারত প্রথমে ব্য়াট করে, এক উইকেটে ২৮৩ রান তুলেছিল। জবাবে আইদেন মারক্রমরা ১৪৮ রানেই গুটিয়ে যান। সঞ্জু ৫৬ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন। ওদিকে তিলক অপরাজিত ছিলেন ৪৭ বলে ১২০ রান করে। ম্য়াচের সেরাও হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের () স্টার তিলক।
আরও পড়ুন: হৃদয় ছুঁল যে ‘সূর্যপ্রণাম’, নেটিজেনদের কুর্নিশ অধিনায়ককে
খেলার শেষে স্বভাবতই ফুরফুরে মেজাজে ছিলেন সূর্য। তিনি তিলকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেই ভিডিয়ো বিসিসিআই টিভি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। তবে আলোচনা ক্রিকেট নিয়ে নয়, তিলকের কাঁধ ছাপিয়ে যাওয়া লম্বা চুল নিয়েই হয়েছে। ‘এই তিলক ভার্মা, তোকে একটা প্রশ্ন করার আছে। তোর এই চুলের রহস্য কী! সবাই তোকে অল্লু অর্জুন, অল্লু অর্জুন বলছে! উনি তেলেগু সুপারস্টার, আর তুই এখানে…’ সূর্যর কথা শেষ হতে না দিয়েই তিলক বলেন, ‘আরে কিছুই না। তুমিই প্রথম লম্বা চুল দেখে বললে, তোকে তো অল্লু অর্জুনের মতো লাগছে। সবাই জানে তুমি একবার বললেই, তা রাষ্ট্র হয়ে যায়…হেলমেটের বাইরে থেকে চুলটা যখন বেরিয়ে থাকে, ওই অনুভূতি ভালো লাগে, এটাই চেয়েছিলাম আমি। আর কিছুই না!’ এরপর সূর্য বলেন, ‘তুই তার মানে বলতে চাইছিস যে, পুস্পা ৩-এ তুই কাজ করতে চাইছিস…’! সূর্য-তিলকের বাকি কথোপকথন শুনে নিন, প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেওয়া ভিডিয়োটি দেখে।
ব্লকবাস্টার হিট ‘পুষ্পা’র ফ্র্য়াঞ্চাইজির পরের ছবি ‘পুস্পা ২’। অল্লু অর্জুন ছাড়াও ‘পুস্পা ২’-এ রয়েছে দক্ষিণী হার্টথ্রব রশ্মিকা মন্দানা। এখনও জানা যাচ্ছে না যে, কবে ‘পুস্পা ২’ রিলিজ করবে। তবে ভক্তরা অধীর আগ্রহে বসে আছেন। গত ৮ এপ্রিল জন্মদিন ছিল অল্লু অর্জুনের। ওই দিন ফ্যানদের রিটার্ন গিফট দিয়েছিলেন অভিনেতা। প্রকাশ্যে এসেছিল ‘পুস্পা ২’-এর টিজার। যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। ট্রেড বিশেষজ্ঞদের মতে, এই ছবি প্রথমদিনই ১০০ কোটি পার করবে। দেখা যাক এবার ‘পুস্পা ২’ কী ঝড় তোলে…
আরও পড়ুন: রুদ্ধশ্বাস জয় বাংলার, শামির দাপটে হারের মুখ থেকে বাঁচাল অনুষ্টুপরা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)