মুম্বই: ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল তাঁরই নেতৃত্বে। আর ফাইনালের পরই এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। গতকাল ২৮ জুনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি হয়েছে। রোহিত জানিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেরা মুহূর্ত সূর্যকুমার যাদবের শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচই।
হিটম্য়ান বলছেন, ”সূর্যকুমার তখন লং অফে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তটা অদ্ভুত অনুভূতি ছিল। এমনকী যখন আম্পায়ার চেক করছিলেন যে আদৌ পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কি না, তখনও সবাই জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম। আমি লং অনে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে দেখে মনে হচ্ছিল যে বল বাউন্ডারি ছুঁয়ে ফেলেছে। ছয় হয়ে গিয়েছে মনে হচ্ছিল। যতক্ষণ না সূর্য উড়ে গিয়ে ওভাবে ক্যাচটা লুফে নিল ততক্ষণ বিশ্বাসই হচ্ছিল না। ওই ম্য়াচের টার্নিং পয়েন্ট ছিল সেটি।”
জিও হটস্টারে এক সাক্ষাৎকারে রোহিত আরও বলেন, ”থার্ড আম্পায়ার কল হল যখন, তখন আমি সূর্যর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যাচটা কি সত্যিই নিঁখুতভাবে নেওয় হয়েছে? ও আমাকে বলল হ্যাঁ, আমার মনে হয় ক্যাচটা আমি ঠিকভাবেই নিয়ে নিয়েছি। জুম ক্যামেরায় দেখা গিয়েছিল যে বাউন্ডারি লাইনের দড়ি কোথাও নড়েনি। এরপরই আমরা নিশ্চিত হই যে ক্যাচটা সঠিকভাবেই নেওয়া হয়েছে।”
রাহুল দ্রাবিড়ের জন্য়ই এই ট্রফি জিততে চাইছিলেন রোহিত, এ কথাও জানিয়েছেন। তিনি বলেন, ”রাহুল ভাই ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু আমরা বলেছিলাম যে আগামী ৬ মাসের মধ্য়ে আরও একটি বিশ্বকাপ রয়েছে। এই পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম যে আরও একটা বিশ্বকাপে রাহুল ভাই যেন আমাদের দায়িত্ব দেন। চেষ্টা করছিলাম যে রাহুল ভাইয়ের জন্য় টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন জিততে পারি।”
উল্লেখ্য, বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে টিম ইন্ডিয়ার হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। তবে ইংল্যান্ড সিরিজ়ের আগেই তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। তাই আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের চাপের থেকে বেশ খানিকটা দূরে ছুটি কাটাচ্ছেন রোহিত। অবশ্য টিম ইন্ডিয়ার বর্তমান আস্তানা ইংল্যান্ডের থেকে তিনি খুব দূরে নন। রোহিতকে ইতালির মিলানের রাস্তায় দেখা গেল। রোহিত নিজেও অবশ্য স্ত্রী, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর মিলানে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়। মিলানের রাস্তায়ও অনুরাগীদের সঙ্গে তাঁকে ছবি তুলতে দেখা যায়।