নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে ভারতীয় সাজঘর ভাগ করেছেন তিনি। জাতীয় দলের হয়ে ১৫০-র অধিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আইপিএলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও তিনি। সেই তারকা ক্রিকেটারের বিরুদ্ধেই এবার উঠল গার্হস্থ্য হিংসা ও যৌতুক নেওয়ার মতো গুরুতর অভিযোগ। কে সেই ক্রিকেটার?
রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের প্রাক্তন অমিত মিশ্র (Amit Mishra) এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁর স্ত্রী গার্হস্থ্য হিংসা (Domestic Violence) ও যৌতুক নিয়ে চাপ দেওয়ার জন্য মামলা দায়ের করেছেন। অমিত মিশ্রর স্ত্রী তরফে নাকি বলা হয়েছে তাঁদের বিয়ের সময় ভারতীয় তারকার পরিবারের তরফে যৌতুক হিসাবে ১০ লক্ষ টাকা ও একটি নতুন গাড়ি দাবি করা হয়েছিল। এর বিরুদ্ধেই মামলা দায়ের করে অমিত মিশ্রর স্ত্রী নাকি এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। তবে ৪২ বছর বয়সি ভারতীয় প্রাক্তনী এই রিপোর্টকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন এবং ভুলভাল খবর ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ পর্যন্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অমিত মিশ্র মনে করেন, ‘মিডিয়া যে খবর রটানো হচ্ছে তা দেখে আমি অত্যন্ত হতাশ। আমি সর্বদাই মিডিয়াকে সম্মান করে এসেছি। হ্যাঁ, খবরটা ভুল আমি বলছি না, সেটা সত্যি হতেই পারে, কিন্তু এক্ষেত্রে ছবিটা আমার ব্যবহার করা হচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল। যে সব খবরের সঙ্গে আমার কোনও যোগ নেই, সেইসব খবরের ক্ষেত্রে আমার ছবি ব্যবহার করাটা এখনই থামাতে হবে। নয়তো আমায় কিন্তু বাধ্য হয়েই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।’
I’m extremely disappointed by what’s being circulated in the media. I’ve always respected the press, but while the news itself may be accurate, the photograph used is mine—which is completely incorrect. Using my image for unrelated stories must stop immediately, or I will be…
— Amit Mishra (@MishiAmit) April 22, 2025
অমিত মিশ্রর বিবৃতি থেকে অনুমান করা যায় যে তিনি সম্ভবত বলতে চাইছেন কোনও অমিত মিশ্রর নামে এমন মামলা দায়ের হওয়াটা হয়তো সত্যি, কিন্তু সেই ব্য়ক্তি তিনি নন। এই ঘটনার বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে হয়তো আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় ক্রিকেটের প্রথম সারির একজন ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগের কথা শোনা যাওয়ায় যে চারিদিকে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।
আরও দেখুন