জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক দু’দিন। তারপরেই শুরু হয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ দুই ম্য়াচের টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কানপুরে। মঙ্গলবার চেন্নাইয়ে প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠক সেরে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর সাংবাদিক বৈঠকে রোহিত হাসতে হাসতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে দিলেন। মাঠে নামার আগেই রোহিত যা বললেন, তা এখন নেটপাড়ায় ভাইরাল হয়ে গেল।
আরও পড়ুন: খুনের মামলায় অভিযুক্ত হয়েই ভারতে এসেছেন সাকিব, সামনে কপিল-কালিসদের ক্লাবে ঢোকার সোনালি হাতছানি!
‘দেখুন, প্রতিটি দলই ভারতকে হারাতে চায় এবং হারাতে পছন্দ করে। ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা পেতে দিন… তবে আমাদের ম্যাচ জিততে হবে এবং এর জন্যই আমরা এখানে এসেছি। প্রতিপক্ষ কী ভাবছে বা আমাদের নিয়ে বলছে, সেটা ভাবতে পারব না। যখন ইংল্য়ান্ড এসেছিল, তখন ওরাও প্রচুর কথা বলেছিল। আমরা ওসব নিয়ে খুব একটা ফোকাস করিনি। দেখুন আমাদের ভালো ক্রিকেট খেলে ভালো রেজাল্ট করতে হবে। ওটাই আমাদের লক্ষ্য়। ভারতের বিরুদ্ধে সম্প্রতি প্রচুর দল খেলেছে। আমাদের সম্মিলিত লক্ষ্য়ই হচ্ছে জেতা। আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবতে পারছি না।’
ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনও অধরা বাংলাদেশের। ১৩ টেস্ট খেলে ১১ টিতেই হারতে হয়েছে। এর মধ্যে ৫টিতে হার ইনিংস ব্যবধানে। ২০০৭ সালে চট্টগ্রামে ও ২০১৫ সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছিল, তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ। বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে সিরিজ জিতেছে রীতিমতো দাপটের সঙ্গেই। পাকিস্তানকে ২-০ উড়িয়ে তারা আসছে ভারতে। এই বাংলাদেশের অন্য রকম কিছু করার সামর্থ্য আছে বলে মনে করেছেন হর্ষ ভোগলেও। নাজমুল হোসেন শান্তরাও বেশ আত্মবিশ্বাসী। এবার দেখার বাংলাদেশ মাঠে নেমে কী করে!
আরও পড়ুন: ৩৮ বছরে পা বিশ্বের ১ নম্বরের, একগুচ্ছ রেকর্ড ভাঙতে পারেন শান্তদের বিরুদ্ধে!
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা এবং যশ দয়াল।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশে টেস্ট টিম: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনীক, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নঈম হাসান এবং খালেদ আহমেদ। (চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন শরিফুল ইসলাম। বাকি টিম অপরিবর্তিত। পাকিস্তানে বিরুদ্ধে সিরিজে যাঁরা ছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট টিমে থাকছেন তাঁরা সকলেই।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)