# Tags
#Blog

জঙ্গিদের সাহায্য নিয়ে পোস্টে হামলার চেষ্টা, ভারতীয় সেনার গুলিতে খতম পাকিস্তানের ক্যাপ্টেন-সহ ৭

জঙ্গিদের সাহায্য নিয়ে পোস্টে হামলার চেষ্টা, ভারতীয় সেনার গুলিতে খতম পাকিস্তানের ক্যাপ্টেন-সহ ৭
Listen to this article


পুঞ্চ : জঙ্গিদের সাহায্য নিয়ে ভারতীয় সেনা পোস্টে হামলার চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা (Indian Army)। ৪-৫ ফেব্রুয়ারি মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় (Jammu and Kashmir Poonch District) কৃষ্ণা ঘাট সেক্টরের এই ঘটনায় নিহত ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। যদিও এনিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর এমনই।

ওই সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গুলি চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। তখনই ৫ অনুপ্রবেশকারীকে খতম করা হয়। এক ঘণ্টা পর তারা যখন দেহগুলি উদ্ধারের চেষ্টা করছিল, সেই সময় ফের গুলি চালায় ভারতীয় সেনা। যার জেরে আরও ২ জন নিহত হয়। মৃতদের মধ্যে রয়েছে পাকিস্তানের সেনার ক্যাপ্টেন মর্যাদার এক অফিসারও।

সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গি-সহ পাকিস্তান সেনার ৫-৭ জনের প্রাণহানি হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় তাদের দিকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে দিয়েছে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার স্বয়ং আর্মি ব্রিগেডিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির তদারকি করছেন। সূত্রের দাবি, জম্মুর কৃষ্ণা ঘাট এলাকায় পোস্টের অপর দিকে একটি সাদা পতাকা দেখা যায়। 

এমন একটা সময়ে এই ঘটনা ঘটল, যখন গত বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, নয়া দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর-সহ সব সমস্যার সমাধান করতে চায় ইসলামাবাদ। 

পাকিস্তানের বাৎসরিক অনুষ্ঠান “কাশ্মীর সংহতি দিবস” উপলক্ষে মুজাফ্ফরাবাদে পাক-অধিকৃত কাশ্মীরের বিধানসভায় একটি বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন শরিফ। সেখানে তিনি কাশ্মীরের মানুষের প্রতি তাঁর ‘সমর্থনের’ কথা বলেন।

এর আগে গত জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের রাজৌরির একটি প্রত্যন্ত গ্রামে সেনা ঘাঁটিতে বিরাট বড় হামলা চালানোর চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। সেই অনুযায়ী পরিকল্পনা করে এগোচ্ছিল জঙ্গিরা। কিন্তু সেই খবর পেয়েই তৈরি ছিল ভারতীয় সেনা। সুপরিকল্পিত ভাবে জঙ্গিদের বড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। সকাল থেকে চলে গুলি , পাল্টা গুলি। একটি সিকিউরিটি পোস্টে গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। জঙ্গিরা ভোর ৪টায় রাজৌরি জেলার গুন্ধা এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে গুলি চালায় । নিরাপত্তা কর্মীরা পাল্টা জবাব দেন। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal