India VS NZ: চরম লজ্জা, ২৪ বছর পর ভারতের হোয়াইট ওয়াশ…
0 0
Listen to this article
Read Time:7 Minute, 16 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরেরে মাটিতে ২৪ বছর আগে সবশেষ টেস্ট সিরিজ হেরেছিল ভারত। যদিও তারপর নিজেদের মাঠে টানা আধিপত্য করেছে স্বাগতিকরা। তবে এক যুগ আগে হারের সেই স্মৃতিই ফিরিয়ে দিল নিউ জিল্যান্ড। আপ্রাণ লড়াই করেও মানরক্ষা করতে পারলেন না ঋষভ পন্থ। বেঙ্গালুরুতে ৪৬ রানে অলআউট হওয়া ভারতীয় দল ওয়াংখেড়েতে কত রান করতে পারবে, তা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। রবিবার সেই সংশয়ে পড়ল সিলমোহর। নিউ জিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যভেদ করতে গিয়ে ঘরের মাঠে ভারতীয় ব্যাটারেরা কুপোকাত হয়ে পরেন। 

দলের ধস সামলে একা লড়াই করলেন ঋষভ পন্থ। তাঁর ৬৪ রানের ইনিংস কোথাও গিয়ে অল্প হলেও, আশার আলো দেখিয়ে ছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কিন্তু দিন শেষে বিতর্কিত সিদ্ধান্তের জেরেই শেষ হল তার ইনিংস। ২৪ বছর পর দেশের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ ভারতীয় দল। নিউ জিল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারল ২৫ রানে। ১২১ রানেই শেষ হয়ে গেল রোহিতদের ইনিংস। 

আরও পড়ুন: IND vs NZ: জাডেজা-অশ্বিনের স্পিনেই ফিরল ভারত, কিউয়িরা এগিয়ে ১৪৩ রানে…

১৪৭ রান করলেই হত মুখরক্ষা। পিচে যতই স্পিন থাক, ভারতের তথাকথিত বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের জন্য অন্তত এই স্কোর চেজ করা খুব একটা কঠিন কাজ হবে না বলেই মনে হচ্ছিল। কিন্তু, এই চলতি সিরিজের প্রথম থেকেই একবারে খারাপ অবস্থায় ছিল টিম ইন্ডিয়ার টপ অর্ডার। রোহিত, কোহলি, শুভমান গিলের মতন তাবড় তাবড় ব্যাটাররা শুধু অসহায় আত্মসমর্পণ করলেন।

১৪৭ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে গিয়ে সেই ধসে গেল টপ অর্ডার। ঋষভের ৬৪ রানের ইনিংস কোথাও গিয়ে আশার আলো জোগালেও। দ্বিতীয় ইনিংস ৩০ ওভারও খেলতে পারলেন না রোহিতরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন নিউ জিল্যান্ডের  বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। ৫৭ রানে ৬ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন ৫ উইকেট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

By JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *