ভারতের জাতীয় সঙ্গীতের সময় বিপত্তি! কেন দুবার গলা মেলাতে হল সূর্যকুমার-হার্দিকদের?
ডারবান: টস ততক্ষণে হয়ে গিয়েছে। ডারবানে প্রথম টি-২০ ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম (Aiden Markram)। ম্যাচের আগে প্রথামাফিক জাতীয় সঙ্গীতের জন্য মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ান ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) – দুই দলের ক্রিকেটারেরাই।
কিন্তু এরপরই বিপত্তি। ভারতের জাতীয় সঙ্গীতের সময় আচমকা স্টেডিয়ামের মিউজিক সিস্টেম বন্ধ হয়ে গেল। ক্রিকেটারেরাও যা শুনে থতমত খেয়ে গেলেন। অনেকেই হতবাক হয়ে ভাবছিলেন, নির্ধারিত সময়ের আগে কি ভুল করে জাতীয় সঙ্গীত বাজিয়ে দেওয়া হয়েছিল? কিন্তু তারপর ফের মিউজিক সিস্টেমে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হয়। গাইতে শুরু করেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যরা। কিন্তু এরপর ফের স্টেডিয়ামের মিউজ়িক সিস্টেম বন্ধ হয়ে যায়। কিছুটা বিরক্ত ভারতীয় ক্রিকেটারেরা তখন খালি গলাতেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। গান শেষও করেন।
তবে এরপর ফের প্রথম থেকে গানটি বাজতে শুরু করে স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে। তখন হেসে ফেলেন হার্দিক, সূর্যকুমাররা। তবে ফের তাঁরা গলা মেলাতে শুরু করেন। এবার গান চলাকালীন দু-একবার সামান্য শব্দের সমস্যা হলেও তা শেষ হয়। ক্রিকেটারেরাও গান শেষ করেন। সব মিলিয়ে ম্যাচের আগে দুবার জাতীয় সঙ্গীত গাইলেন হার্দিকরা। যা খেলার মাঠে বেশ বেনজির ঘটনা।
🚨 Toss Update 🚨
South Africa win the toss in the 1st T20I and elect to field.
Live – https://t.co/0OuHPYbn9U#TeamIndia | #SAvIND pic.twitter.com/6IuUahZ7pB
— BCCI (@BCCI) November 8, 2024
ক্রিকেট মাঠের প্রথা হল, যে দেশ হোম ম্যাচ খেলে তাদের জাতীয় সঙ্গীত পরে গাওয়া হয়। শুরুতে বাজানো হয় সফরকারী দলের জাতীয় সঙ্গীত। সেই নিয়ম মেনেই শুক্রবার ডারবানে প্রথমে বাজানোর কথা ছিল ভারতের জাতীয় সঙ্গীতের। সেই মতোই জন গণ মন-র সুরে ও কথায় গলা মেলান ভারতীয় ক্রিকেটারেরা। সঙ্গে গলা মেলাতে শুরু করেন গ্যালারিতে হাজির দর্শকেরাও। তারপরই বিপত্তি। থেমে যায় জাতীয় সঙ্গীত।
দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত বাজার সময় অবশ্য আর কোনও বিপত্তি হয়নি। নির্বিঘ্নেই শেষ হয় গান।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন