# Tags
#Blog

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু, কীভাবে কাটবেন, কত দাম?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু, কীভাবে কাটবেন, কত দাম?
Listen to this article


মুম্বই: দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলেই হচ্ছে টুর্নামেন্ট। অর্থাৎ, টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ কেন্দ্র দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, সেই সব ম্যাচও হবে দুবাইয়ে। আর পাকিস্তান ও অন্যান্য দেশের ম্যাচ হবে পাকিস্তানে ।

আপনি যদি ক্রিকেট অন্ত প্রাণ হন, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ দেখতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে কীভাবে কাটবেন সেই মহারণের টিকিট ?

সোমবার থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ২৩ ফেব্রুয়ারি, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে ।

মনে করা হচ্ছে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট নিমেষে বিক্রি হয়ে যাবে । সোমবার ভারতীয় সময় বিকেল ৫.৩০ মিনিটে ভারতের প্রথম সেমিফাইনাল ম্যাচ (যদি টিম ইন্ডিয়া যোগ্যতা অর্জন করে) -এর টিকিট বিক্রিও শুরু হবে । দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেনারেল টিকিটের দাম ১২৫ দিরহাম, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ হাজার ৯৬৫ টাকা। তবে অন্যান্য স্ট্যান্ডের টিকিটের দাম এখনও ঘোষণা করেনি আইসিসি।

আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি: ভারত বনাম বাংলাদেশ (দুপুর ২:৩০)
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান (দুপুর ২:৩০)
  • রবিবার, ২ মার্চ: ভারত বনাম নিউজ়িল্যান্ড (দুপুর ২:৩০)

কীভাবে কাটবেন ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট

প্রথম ধাপ: ক্লিক করুন আইসিসি-র ওয়েবসাইটে এই লিঙ্কে  https://www.iccchampionstrophy.com/tickets

দ্বিতীয় ধাপ: নির্বাচন করুন দুবাই আয়োজিত ম্যাচ বিভাগকে

তৃতীয় ধাপ: যে ম্যাচের টিকিট কাটতে চান, সেই ম্যাচ নির্বাচন করুন ও নিজের পাসপোর্ট নম্বর দিন। সেই সঙ্গে উল্লেখ করুন কতগুলি টিকিট কাটচে চান। একজন সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারবেন।     

চতুর্থ ধাপ: পছন্দমতো আসন নির্বাচন করুন ও যোগাযোগের নম্বর দিন।      

পঞ্চম ধাপ: তারপর টাকা পে করুন। ই-মেল মারফত বুকিং কনফার্মেশন পেয়ে যাবেন।               

আরও পড়ুন: ইংল্যান্ড ৯৭ অল আউট! অভিষেকের অলরাউন্ড শোয়ে রোশনাই ভারতীয় ক্রিকেটে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal