# Tags
#Blog

লিটন-শাকিবের লড়াকু পার্টনারশিপেও কাটল না চাপ, ৮ উইকেট হারিয়ে বিরাট বিপাকে বাংলাদেশ

লিটন-শাকিবের লড়াকু পার্টনারশিপেও কাটল না চাপ, ৮ উইকেট হারিয়ে বিরাট বিপাকে বাংলাদেশ
Listen to this article


চেন্নাই: শাকিব আল হাসান ও লিটন দাস চেষ্টা করছিলেন। লড়াকু অর্ধশতরানের পার্টনারশিপও গড়েছিলেন। তবে ফের একবার চেনা অসুখে ভুগল বাংলাদেশ। লড়াকু পার্টনারশিপের পরেই ২১ রানের ব্যবধানে হারাল তিন উইকেট। ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টের (IND vs BAN 1st) দ্বিতীয় সেশনে ওপার বাংলার দল ৮৬ রানের বিনিময়ে মোট পাঁচ উইকেট হারিয়ে আরও চাপে। বর্তমানে বাংলাদেশের স্কোর আট উইকেটের বিনিময়ে ১১২ রান।

 

শুরুটা করেছিলেন ভারতীয় ফাস্ট বোলাররা। এই সেশনেও ফাস্ট বোলাররা নজর কাড়লেন বটে। তবে দুইটি সাফল্য পেলেন তারকা অলরাউন্ডার তথা বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজাও। প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা দিয়েছিলেন যশপ্রীত বুমরা। তারপর আকাশ দীপের পরপর দুই বলে দুই উইকেট হারায় বাংলাদেশ। ২৬ রানে তিন উইকেট থেকে শুরু করে সেশন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েক ইনিংস ধরেই রানের খোঁজে। দলের হয়ে তিনি লড়াই করছিলেন বটে। তবে সিরাজের বলে ২০ রানে থামে তাঁর ইনিংস।

অভিজ্ঞ মুশফিকুর রহিম যশপ্রীত বুমরার বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরলে ৫০ রানের গণ্ডি পার করার আগেই আধা বাংলাদেশ দল সাজঘরে ফেরে। তবে বাংলাদেশের শেষ টেস্টে এর চেয়েও খারাপ অবস্থা থেকে দলকে উদ্ধার করেছিলেন লিটন দাস। হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। এবারও তেমন কিছুরই আশায় ছিলেন বাংলাদেশি দলের অনুরাগীরা। লিটন শুরুটাও মন্দ করেননি। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য ক্রিজে ছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান।

শাকিব ও লিটন দেখতে দেখতে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন। হঠাৎই ভারতীয় বোলিংকে আর তেমন ভয়ঙ্কর লাগছিল না। তবে সেই সময়ই ভুল শট। রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে স্যুইপ মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ২২ রানে ধরা দেন লিটন। শাকিব আবার রিভার্স স্যুইপ মারতে গিয়ে আউট হন। তাঁর সংগ্রহ ৩২ রান। ফের একবার পরপর উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। বাংলাদেশকে কি ফলোঅন করাতে পারবে ভারত? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘টি-২০ টুর্নামেন্ট খেলে টেস্টে নামায় সুবিধা হয়েছে’, অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দাবি অশ্বিনের 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal