মুম্বই: আপাতত বেশ কয়েকদিনের লম্বা ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে আবার রোহিত শর্মাদের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। তারপর ফের ব্যস্ত সূচি। পড়শি বাংলাদেশের সঙ্গে তার পরের মাসে টি-টোয়েন্টি সিরিজ়ও খেলার কথা টিম ইন্ডিয়ার। সেই সিরিজ়ের ভেন্যু বদল ঘটল। বদলে গেল কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টি-টোয়েন্টি ম্যাচের দিনক্ষণও।
মঙ্গলবার, ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৬ অক্টোবর ধর্মশালায় আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ সেখান থেকে সরিয়ে নিয়ে গ্বালিয়রে আয়োজন করা হবে।
পাশাপাশি পরের বছর ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ের সূচিতেও বদল ঘটার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ভেন্যু সম্পূর্ণ বদলের থেকে অক্ষেত্রে অদল বদল হতে চলেছে। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ের দ্বিতীয় ম্যাচটি ২৫ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হওয়ার কথা ছিল। প্রথম ম্যাচটি ২২ জানুয়ারি চেন্নাইয়ে খেলার কথা ছিল। তবে এটি অদল বদল হতে চলেছে। প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির দিনক্ষণ একই থাকছে, তবে কলকাতায় দ্বিতীয় নয়, প্রথম বিশ ওভারের ম্যাচটি খেলা হবে। আর ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় বিশ ওভারের ম্যাচটি আয়োজিত হবে চিপকে।
🚨 NEWS 🚨
BCCI issues revised schedule for international home season (2024-25).
All the details 🔽 #TeamIndia https://t.co/q67n4o7pfF
— BCCI (@BCCI) August 13, 2024
ধর্মশালার স্টেডিয়ামে খেলোয়াড়দের সাজঘরে উন্নতি সাধনের জন্য কাজকর্ম করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই কাজকর্ম চলার ফলেই সেখানে ম্যাচ খেলা সম্ভব হবে না। সেই কারণেই গাল্বিয়রে ১৪ বছর পর ফের একবার আন্তর্জাতিক ম্যাচ বসবে। ২০১০ সালে সচিনের ঐতিহাসিক ওয়ান ডে দ্বিশতরানের পর আর এই শহরে আন্তর্জাতিক ম্যাচ আয়জিত হয়নি। তবে এবারের ম্যাচ আয়োজিত হবে নতুন শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে।
অপরদিকে, কলকাতায় প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন রাতে ম্যাচ হওয়ার কথা ছিল। কলকাতা পুলিশের তরফে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে ওইদিন ম্যাচের জন্য যথাযোগ্য পুলিশি নিরাপত্তা দেওয়ার সমস্যার কথা জানানো হয়। সেই কথা মাথায় রেখেই কলকাতায় আয়োজিত ম্যাচের দিনক্ষণ বদলে দেওয়া হল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফের বিপাকে পৃথ্বী, শ্লীলতাহানির অভিযোগে শকে সমন পাঠাল মুম্বই আদালত
আরও দেখুন