১১টি ডট বলের পর, চার মেরে খাতা খুললেন আর অশ্বিন
চেন্নাই : বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে (IND vs BAN 1st Test) তরুণ ফাস্ট বোলারদের বিরুদ্ধে একে একে যখন টিম ইন্ডিয়ার মহাতারকারা সাজঘরে ফিরে গিয়েছেন, যখন টিম ইন্ডিয়া দু’শো রানের গণ্ডিও পার করতে পারবে কি না, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান দুই অলরাউন্ডার। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও আর অশ্বিন (R Ashwin) ভারতকে দু’শো পার করানো নয়, প্রথম দিনের খেলাশেষে ৩৫০ রানের দোরগোড়ায় পৌঁছে দিলেন। জুড়লেন ১৯৫ রান।
দিনশেষে দুই তারকাই কিন্তু অপরাজিত রয়েছেন। অশ্বিনের সংগ্রহ ১০২, জাডেজার ঝুলিতে ৮৬ রান। দুই তারকার ১৯৫ রান সপ্তম উইকেটে চিপকে সর্বকালীন রেকর্ড। তাঁরা কাল কিন্তু নিজেদের এই স্মরণীয় পার্টনারশিপকে আরও বাড়াতে পারেন। অশ্বিন ও জাডেজার এই পার্টনারশিপ ছাড়া ভারতীয় দল যে বিরাট বিপাকে পড়ত, তা বলার অবকাশ রাখে না।
দুই অভিজ্ঞ তারকার ব্যাটিংয়ে মুগ্ধ স্বয়ং ‘ক্রিকেট ঈশ্বর’ও। প্রথম দিনের খেলাশেষে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজের সোশ্যাল মিডিয়ায় জাডেজা ও অশ্বিনের প্রশংসা করেন। ‘মাস্টার ব্লাস্টার’-র মতে দুই তারকা ম্যাচে ভারতকে এগিয়ে দিয়েছেন। তিনি লেখেন, ‘হতাশা থেকে দাপট। অশ্বিন ও জাডেজা দুরন্ত ইনিংস আবার ম্যাচের মোড় ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। এই অলরাউন্ড দক্ষতাটা অপরিহার্য। দুরন্ত পার্টনারশিপ গড়েছ।’
ভারতীয় টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল হাফসেঞ্চুরি করলেও, রোহিতরা সম্পূর্ণ ব্যর্থ। জয়সওয়াল এবং ঋষভ পন্থ হাফসেঞ্চুরির পার্টনারশিপ গড়লেও, পরপর উইকেট হারায় ভারত। কেএল রাহুল যখন ১৬ রানে সাজঘরে ফেরেন তখন ভারতের স্কোর ছয় উইকেটে ১৪৪ রান। দিনশেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। অশ্বিন একেবারেই শুরু থেকে নেমে দুরন্ত আগ্রাসী ব্যাটিং করেন। নিজের ষষ্ঠ শতরান পূরণ করেন তিনি। জাডেজাও সেঞ্চুরি হাঁকাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।