Donald Trump Tariff: চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সংঘর্ষের (US China Trade War) মধ্যেই ভারতের অর্থনীতির (Indian Economy) জন্য খুশির খবর শোনালেন বিদেশমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এস জয়শঙ্কর (Dr S Jaishankar) জানিয়েছেন, দ্রুত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India US Trade Agreement) চূড়ান্ত হওয়া নিয়ে একমত হয়েছে দুই দেশ। এই নিয়ে আমেরিকার স্টেট সেক্রেটারির সঙ্গে ফোনে কথা হয়েছে বিদেশমন্ত্রীর। তবে কি মঙ্গলবারই ঘুরে দাঁড়াবে বাজার ?
কার সঙ্গে কী কথা হয়েছে
সোমবার বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তিনি বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দ্রুত বাস্তবায়ানের গুরুত্বের বিষয়ে একমত হয়েছে। এই টেলিফোনিক কথোপকথনের সময় ইন্দো-প্যাসিফিক, ভারতীয় উপ-মহাদেশ, ইউরোপ, মধ্যপ্রাচ্য/পশ্চিম এশিয়া ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিষয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্পের ঘোষণায় বিশ্ব বাজারে বড় ধাক্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কের প্রতিক্রিয়ায় চিন পাল্টা শুল্ক ঘোষণা করার পর সোমবার বিশ্বব্যাপী শেয়ারবাজারে তীব্র বিক্রি দেখা গেছে। ট্রাম্প ভারতের উপর 26% পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন। যা দেখতে গেলে এশিয়ান দেশগুলির থেকে উল্লেখযোগ্যভাবে কম। চিন এই ঘোষণার পরই মার্কিন পণ্য আমদানিতে 34% শুল্ক দিয়ে পাল্টা প্রতিশোধ নিয়েছে।যদিও সেই পথে হাঁটেনি ভারত। কোনও পারস্পরিক শুল্ক বসানোর পরিকল্পনা করেনি দেশ।
এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য চুক্তিতে ভারতের ওপর 26% পারস্পরিক শুল্ক চাপানো হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত করার পরিকল্পনা করছে না নয়াদিল্লি।
একদিনে প্রায় 5 শতাংশ পড়ে গিয়েছিল বাজার (Share Market)। পরে অবশ্য পতন থেকে অনেকটাই রিকভারি মোডে চলে আসে ইন্ডিয়ান স্টক মার্কেট (Indian Stock Market)।
আজ রক্ত ঝরেছে বাজারে
এদিন সপ্তাহের শুরুতেই 10 মাসের মধ্যে সবচেয়ে বড় এক দিনের পতনের সাক্ষী থেকেছে ইন্ডিয়ান স্টক মার্কেট। বেঞ্চমার্ক সেনসেক্স 2,227 পয়েন্ট বা 2.95 শতাংশের বড় ক্ষতির সঙ্গে ক্লোজিং দিয়েছে। 7 এপ্রিল সোমবার, 73,137.90 এ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে বিশ্ব বাণিজ্য যুদ্ধের অর্থনৈতিক পতন দেখা দিয়েছে। যার ফলে ক্রমবর্ধমান আশঙ্কার কারণে বোর্ড জুড়ে বিক্রি দেখা গেছে।
কোন সূচকের কী অবস্থা
আজ নিফটি 50 742.85 পয়েন্ট বা 3.24 শতাংশ কমে 22,161.60 এ বন্ধ হয়েছে। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলি যথাক্রমে 3.46 শতাংশ এবং 4.13 শতাংশের ক্ষতির সঙ্গে বন্ধ হয়েছে।
কত ক্ষতি হয়েছে বাজারের
বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনে ₹403 লক্ষ কোটি থেকে ₹389 লক্ষ কোটিতে নেমে এসেছে। যা বিনিয়োগকারীদের সিঙ্গল সেশনে ₹14 লক্ষ কোটি টাকার ক্ষতি করিয়েছে।
আরও দেখুন