NOW READING:
India Tour Of Australia 2025: আইপিএলের মাঝেই রোহিতদের জাতীয় কর্তব্যের আপডেট, রবিতে এল অজিভূমে মহাসংগ্রামের সূচি
March 30, 2025

India Tour Of Australia 2025: আইপিএলের মাঝেই রোহিতদের জাতীয় কর্তব্যের আপডেট, রবিতে এল অজিভূমে মহাসংগ্রামের সূচি

India Tour Of Australia 2025: আইপিএলের মাঝেই রোহিতদের জাতীয় কর্তব্যের আপডেট, রবিতে এল অজিভূমে মহাসংগ্রামের সূচি
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২২ মার্চ আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধন হয়েছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গেল ক্রোড়পতি লিগের। এবার আইপিএলের মাঝেই এল রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবদের জাতীয় কর্তব্যের আপডেট। রবিতে ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৫-২৬ মরসুমের গ্রীষ্মকালীন মহাসূচি ঘোষণা করে দিল। ১১ শহর জুড়ে নিজের দেশে ২৬ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ৮ ম্যাচের সাদা বলের সিরিজে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই খেলবেন রোহিতরা। এবং পাঁচটি টি-টোয়েন্টিআই খেলবেন ভুবনজয়ী সূর্যকুমাররা। ওডিআই ম্যাচগুলি দিন-রাতের হলেও, ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচগুলি রাতেই হবে। উল্লেখযোগ্য ভাবে, কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলীয় শহর এবং ব্রিসবেন থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত গোল্ড কোস্টে প্রথমবারের মতো ভারতীয় দল খেলবে। 

ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের সূচি
ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ১৯ অক্টোবর পারথে
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ২৩ অক্টোবর অ্যাডিলেড
ভারত -অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই ২৫ অক্টোবর সিডনিতে

ভারত-অস্ট্রেলিয়া টি২০আই সিরিজের সূচি
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০আই ২৯ অক্টোবর ক্যানবেরায়
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০আই ৩১ অক্টোবর মেলবোর্নে
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০আই ২ নভেম্বর হোবার্টে
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০আই ৬ নভেম্বর গোল্ড কোস্টে
ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০আই ৮ নভেম্বর ব্রিসবেনে

আইপিএলের পাট চুকিয়েই ভারত তোড়জোড় শুরু করবে ইংল্যান্ড সফরের। ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারত-ইংল্যান্ড খেলবে ৫ টেস্টের সিরিজ। এরপর রয়েছে ভারতের হোম সিরিজ। জানা যাচ্ছে, পরপর ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। 

আরও পড়ুন: ‘দেখলাম ওর…’, সুন্দরী স্পিনারের নজরে নাইটের শরীর! আইপিএলের মাঝে কোন খেলায় দু’জন?

আরও পড়ুন: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link