পারস্পরিক বোঝাপড়ায় বাড়ে মিষ্টত্ব, ভারতেই Sugar Daddy-র সংখ্যা সবচেয়ে বেশি, বলছে সমীক্ষা

Estimated read time 1 min read
Listen to this article


নয়াদিল্লি: সম্পর্ক মূলত লেনদেন নির্ভর। তবে মিশে থাকে আবেগও। একে অন্যকে ভাল রাখাই মূল মন্ত্র। সময়ের সঙ্গে পরিবর্তনশীল সম্পর্কের নতুন ধারা জায়গা করে নিয়েছে ভারতীয় সমাজজীবনেও। আর তাতেই এশিয়ার অন্য দেশগুলিকে ছাপিয়ে গেল ভারত। জানা গেল, ভারতেই Sugar Daddy-র সংখ্যা সবচেয়ে বেশি। (Sugar Daddy List)

বয়সে বড়, বিত্তশালী কোনও পুরুষ যখন অল্পবয়সি কোনও তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান, প্রেমিকার যাবতীয় খরচ-খরচা বহন করেন, দামি উপহারে ভরিয়ে দেন, ওই পুরুষকে Sugar Daddy বলার চল রয়েছে।  বিনিময়ে ওই নারীর সান্নিধ্য পান তিনি। মূলত লেনদেন নির্ভর হলেও, মানসিক সংযোগও তৈরি হয় দু’জনের মধ্যে। পারস্পরিক সম্মতিতেই ওই সম্পর্কে লিপ্ত হন দু’জনে। (Viral News)

তবে সম্পর্কের এমন সমীকরণ হালফিলের আমদানি নয় মোটেই। যুগ যুগ ধরেই এমন সম্পর্কের রীতি দেখা গিয়েছে। ১৯ শতকে বিশেষ করে এই ধরনের সম্পর্ক বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় অর্থ, বিলাসিতাকে সেই সময় ‘Sugar’ বলে উল্লেখ করা হত। ১৬ শতকে আবার বয়সে বড় গ্রাহককে ‘Daddy’ বলে উল্লেখ করতেন গণিকারা। ওই দুই শব্দ জুড়েই Sugar Daddy শব্দবন্ধটির আমদানি ঘটে। বিশেষ করে ১৯২০ সাল নাগাদ এই শব্দবন্ধটি প্রচার পায় মুখে মুখে। সাহিত্যিক Gilbert Frankau-য়ের লেখালেখিতে Sugar Daddy-র উল্লেখ মেলে। তবে শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে সাতের দশকে। ১৯৭৫ সালে ব্রিটিশ রকব্যান্ড Fleetwood Mac গান বাঁধে Sugar Daddy শব্দবন্ধটি নিয়ে।

  • এশিয়ার দেশগুলিতে সমীক্ষা চালিয়ে এই পরিসংখ্যান সামনে এনেছে Seasia.Stats. তারা জানিয়েছে, ভারতেই Sugar Daddy-র সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৩ লক্ষ ৩৮ হাজার। তাই প্রথম স্থানে রয়েছে তারা। 
  • দ্বিতীয় স্থানে  রয়েছে ইন্দোনেশিয়া। সেদেশে Sugar Daddy-র সংখ্যা ৬০ হাজারের কিছু বেশি। 
  • তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছে মালয়েশিয়া এবং জাপান। এই দুই দেশেই Sugar Daddy-র সংখ্যা ৩২ হাজারের কিছু বেশি। 
  • চতুর্থ স্থানে থাকা হংকংয়ে Sugar Daddy-র সংখ্যা ২৮ হাজারের বেশি। 
  • তালিকায় পঞ্চম তালিকায় রয়েছে তাইওয়ান। ২৭ হাজারের কিছু বেশি Sugar Daddy রয়েছেন সেখানে। 

  • Sugar Daddy-র সংখ্যা ১২ হাজার ভিয়েতনামে। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তারা। 
  • দক্ষিণ কোরিয়ায় Sugar Daddy-র সংখ্যা ৮ হাজারের কিছু বেশি। তারা সপ্তম হয়েছে।
  • শ্রীলঙ্কা এই তালিকায় অষ্টম। সেখানে Sugar Daddy-র সংখ্যা ৫ হাজার।
  • কম্বোডিয়া নবম স্থানে রয়েছে। সেখানে Sugar Daddy-র সংখ্যা প্রায় ৩.৫ হাজার।

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours