# Tags
#Blog

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভারতীয় শিবির ছাড়লেন দলের গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু কেন?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভারতীয় শিবির ছাড়লেন দলের গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু কেন?
Listen to this article


দুবাই: আর দিন কয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মহারণ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। তার বহু আগেই ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকারা। তবে ভারতীয় দলের সোমবারের অনুশীলনে এক গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু অনুপস্থিত ছিলেন। কে তিনি? 

তিনি ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। রিপোর্ট অনুযায়ী মর্নি মর্কেলের পিতৃবিয়োগ হয়েছে। সেই কারণেই তড়িঘড়ি তিনি দুবাই থেকে দেশের উদ্দেশে রওনা দেন। তিনি দেশের উদ্দেশে রওনা দেবেন বলেই প্রস্তুতি সারছিলেন সোমবার। সেই কারণেই ভারতীয় দলের অনুশীলনে মর্কেল অনুপস্থিত ছিলেন। এই কঠিন সময়ে স্বাভাবিকভাবেই নিজের পরিবারের সঙ্গে থাকতে চান মর্কেল। তাই তাঁর দেশ থেকে দুবাইয়ে ফিরে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে এখনই কোনও নিশ্চয়তা নেই বা কোনও দিনক্ষণ নির্ধারিত হয়নি।

প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু থেকে যথেষ্ট বিতর্ক হয়েছে। টুর্নামেন্টের আয়োজন ও ভেন্যু নিয়েও দীর্ঘ টালবাহানা চলে। অবশেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে বটে, তবে বিতর্ক কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না। এই বিতর্কে জড়িয়ে ভারত বনাম পাকিস্তান পারস্পরিক সম্পর্কের শীতলতা। যার জেরে করাচি স্টেডিয়ামে রাখাই হল না ভারতের তেরঙ্গা!

গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। যেখানে করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বাকি সাত দলের জাতীয় পতাকা দেখা গেলেও উধাও ভারতের পতাকা। করাচি ন্যাশানল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হবে। স্টেডিয়ামে বাকি সাত দেশের পতাকা দেখা গেলেও দেখা যায়নি ভারতের তেরঙ্গা। যা দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা। শুরু হয়েছে জোরাল বিতর্ক। কেন অনুপস্থিত ভারতের পতাকা? সাফ কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, এর পিছনেও রয়েছে কূটনীতি।

গোটা ঘটনায় টুর্নামেন্টের মানই ক্ষুণ্ণ হয়েছে বলে মত সকলের। ভারতকে খাট দেখাতে গিয়ে খেলাটারই অসম্মান করেছে পাক ক্রিকেট বোর্ড, মনে করছেন নেটিজেনরা। অসম্মানের জবাব কি মাঠেই দেবে টিম ইন্ডিয়া? অপেক্ষা ২৩ ফেব্রুয়ারির। সেইদিনই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। 

আরও পড়ুন: পিছু হটল BCCI! চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের সঙ্গে রোহিত, কোহলিদের থাকার অনুমতি দিল বোর্ড? 

আরও দেখুন



Source link

Team India Jersey For Champions Trophy 2025: রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি থেকে নেটপাড়ায় ধরল দাউদাউ করে আগুন…

Team India Jersey For Champions Trophy 2025:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal