<p><strong>নয়াদিল্লি:</strong> গতবছরের শেষে বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে, কৌশলের পথ আওড়ে ছিল ইউনুস সরকার। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের মাঝেই পাল্টা ভারতীয় হাই কমিশনারকে তলব করে পাঠিয়েছিল। তারপর আর দেরি করেনি ভারত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছিল বিদেশমন্ত্রক। যদিও <a title="নতুন বছর" href="https://bengali.abplive.com/topic/new-year" data-type="interlinkingkeywords">নতুন বছর</a>ের ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও জটিল। বাংলাদেশে উন্মত্ত মৌলবাদ। পদ্মার পাড়ে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হচ্ছে মুজিবের একের পর এক স্মৃতি। বঙ্গবন্ধুর বাড়িতে কেন হামলা চালানো হল ? আওয়ামী লিগের পক্ষে সওয়াল করে প্রকাশ্য রাস্তায় প্রহৃত হয়েছেন এক মহিলা। এহেন পরিস্থিতি বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা ভারতের।</p>
<p>মূলত, সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিল ইউনূসের সরকার। মুজিব কন্যার মুখ বন্ধ করাতে ঢাকার তরফে নয়াদিল্লিতে চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, হাসিনাকে উসকানিমূলক মন্তব্য থেকে যেন বিরত থাকতে বলা হয়। বাংলাদেশের ইঙ্গিত ছিল, ভারতের ইন্ধনেই এই বক্তব্য রেখেছিলেন হাসিনা। তবে এমন দাবির পরই কড়া বার্তা দিয়েছে ভারত সরকার। শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশের হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে সব স্পষ্ট করে দিয়েছে ভারত।</p>
<p>এরপর সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় ভারত।’ পাশাপাশি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একান্তই ব্যক্তিগত। এই বক্তব্যের নেপথ্যে ভারতের কোনও ভূমিকা নেই।'</p>
<p>আরও পড়ুন, <a title="ছেলের বিয়ের ছবি পোস্ট, খুশির মুহূর্তে কেন ‘ক্ষমা’ চাইলেন আদানি?" href="https://bengali.abplive.com/news/goutam-adani-sons-wedding-why-industrialist-apologises-to-all-in-tweeter-post-1119320" target="_self">ছেলের বিয়ের ছবি পোস্ট, খুশির মুহূর্তে কেন ‘ক্ষমা’ চাইলেন আদানি?</a></p>
Source link
বাংলাদেশের হাইকমিশনারকে তলব, দেশ কী চায়, জানিয়ে কড়া বার্তা ভারতের !

+ There are no comments
Add yours