NOW READING:
Awami League Ban: আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উদ্বেগের, গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে! ইউনূসকে কড়া বার্তা ভারতের
May 13, 2025

Awami League Ban: আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উদ্বেগের, গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে! ইউনূসকে কড়া বার্তা ভারতের

Awami League Ban: আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উদ্বেগের, গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে! ইউনূসকে কড়া বার্তা ভারতের
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে শ’খানেক মামলা হয়েছে। তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এবার হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। গত বছর অগাস্ট মাসে হাসিনাকে উত্খাতের পর এখনও নির্বাচন করাতে পারেনি তদরাকি সরকার। তবে আওয়ামী লীগকে  যাতে নির্বাচনে আটকানো যায় তার ব্যবস্থা করে ফেলল মহম্মদ ইউনূস সরকার। এনিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ভারতের বিদেশ মন্ত্রক।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিসর সংকুচিত হচ্ছে। যথাযত প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উদ্বেগজনক। গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব  নিয়ে আমরা উদ্বিগ্ন। আশাকরি বাংলাদেশে দ্রুত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা হবে। গণতন্ত্র ফিরবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দুদিন ধরে কর্মসূচি পালন করছে বাংলাদেশে সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

আরও পড়ুন-‘পাকিস্তানকে খতম করতে ভারতের বেশি সময় লাগবে না’, দাবি কার্গিলজয়ী বৃদ্ধ সেনার…

আরও পড়ুন-আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন! বাংলাদেশে নিষিদ্ধ হাসিনার দল…

গত ৫ অগাস্ট গণ বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হন শেখ হাসিনা। শেখ মুজিবের বাড়ি ভাঙা থেকে শুরু করে দেশজুড়ে আওয়ামী লীগ সমর্থকদের উপরে হামলা শুরু হয়। হামলার শিকার হন সে দেশের সংখ্যালঘুরাও। ভারতের আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নেওয়া শুরু হয়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, বাতিল করা হয় তাঁর পাসপোর্ট। এখন দেখা যাচ্ছে হাসিনা বিদায় নেওয়ার পর থেকে ডামাডোল চলছে দেশজুড়ে। নতুন করে ভোট করানোর কোনও উদ্যোগই দেখা যাচ্ছে না সরকারের মধ্যে। কিন্তু সেসব কথা না তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে যুক্তি সাজাচ্ছে বর্তমান সরকার।

বাংলাদেশ সরকারের আইনি উপদেষ্টা অসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বলেন, বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা ও হাসিনা উচ্ছেদ আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link