NOW READING:
বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?
February 17, 2025

বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?

বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?
Listen to this article


দুবাই: মাঝে আর মাত্র দিন তিনেক সময়। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অভিযান শুরু হয়ে যাচ্ছে ভারতের। ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচে কেমন হতে পারে ভারতের একাদশ? কারা পাবেন সুযোগ?

ভারতের অনুশীলন দেখেই তা কিছুটা আঁচ করে নিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর তার মাঝেই ঘটে গিয়েছে সামান্য এক বিপত্তিও। প্র্যাক্টিসের ফাঁকে চোট পেয়েছেন দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।

রবিবার দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে ভারতীয় দল তখন অনুশীলন সারছিল। আচমকাই হাঁটুতে চোট পান টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। জানা গিয়েছে, ঋষভ নেটে ব্যাটিংরত হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন। সেই সময় হার্দিকেরই একটি জোরাল শট এসে পন্থের হাঁটুতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন পন্থ। স্পষ্টতই মাঠে শুয়ে ব্যথায় কাতরাতে দেখা যায় পন্থকে। টিম ইন্ডিয়ার মেডিক্যাল স্টাফ দ্রুতই পন্থের দিকে ছুটে যান এবং তাঁর হাঁটুতে বরফ দেওয়া হয়। বরফ ঘষার পর পন্থ নিজের পায়ে উঠে দাঁড়ান। তবে তাঁকে খোঁড়াতে দেখা যায়। কোনওক্রমে ব্যান্ডেজ বেঁধে তিনি সাজঘরে খুঁড়িয়ে খুঁড়িয়েই ফিরে যান।

খানিকক্ষণ পরে পন্থ ব্যাটিং করতে নামলেও স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে ভারতের প্রথম একাদশে পন্থ জায়গা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কোচ গৌতম গম্ভীর তো সাফ জানিয়ে দিয়েছেন যে, ওয়ান ডে দলে উইকেটকিপার হিসাবে প্রথম পছন্দ কে এল রাহুল। শুরুর দিকে অন্তত রাহুলই খেলবেন।

আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?

ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন সম্ভবত রোহিত শর্মা ও শুভমন গিল। তিন থেকে ছয় কার্যত নিশ্চিত। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্য। দুবাইয়ের পিচে স্পিনারদের জন্য বাড়তি সাহায্য থাকবে। একাদশে থাকতে পারেন তিন স্পিনার। রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব। তাঁদের মধ্যে দুজন- জাডেজা ও অক্ষর অলরাউন্ডার। দুই পেসার হতে পারেন মহম্মদ শামি ও অর্শদীপ সিংহ। তবে কোচের প্রিয়পাত্র হর্ষিত রানা সুযোগ পান কি না, দেখার অপেক্ষায় অনেকে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ ও মহম্মদ শামি/হর্ষিত রানা।

আরও পড়ুন: রান আউট বিতর্কে তোলপাড় ডব্লিউপিএল, তৃতীয় আম্পায়ারের এত বড় ভুল?

 

আরও দেখুন



Source link