নয়াদিল্লি: রাতে ফের পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা। যদিও শেষ অবধি রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাকিস্তানের ড্রোন হামলার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে খবর। ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে পড়ে পাক ড্রোন।
আরও পড়ুন, ‘দেশের এই অবস্থায় কেউ যেন কালোবাজারি না করে,’ সীমান্তে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
পাকিস্তানের হামলার রাতভর জবাব ভারতের তিন বাহিনীর। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন। লাহৌর, করাচি রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা ১২ পাক জঙ্গির । সতর্ক বিএসএফ, গুলিতে নিহত ৭ জইশ জঙ্গি। পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ পাক সেনার। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। ভারতের প্রত্যাঘাতের ভয়ে থরহরিকম্প পাকিস্তান। PSL-এর বাকি ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমীরশাহীতে নিয়ে গেল পাক সরকার। রাওয়ালপিণ্ডি, মুলতান এবং লাহৌরে এই ম্যাচগুলি হওয়ার কথা ছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন