NOW READING:
India Pakistan War: ভারতের ৫ রাফালকে গুলি করে নামাল পাকিস্তান? ঘটনার সত্যতা জানতে চলল জোর সন্ধান, তারপর যা জানা গেল…
May 7, 2025

India Pakistan War: ভারতের ৫ রাফালকে গুলি করে নামাল পাকিস্তান? ঘটনার সত্যতা জানতে চলল জোর সন্ধান, তারপর যা জানা গেল…

India Pakistan War: ভারতের ৫ রাফালকে গুলি করে নামাল পাকিস্তান? ঘটনার সত্যতা জানতে চলল জোর সন্ধান, তারপর যা জানা গেল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের (India Pakistan War) ৫টি বিমান গুলি করে ভূপাতিত (pakistan shoot down rafale jet) করেছে পাকিস্তান? পাকিস্তান পার্লামেন্টে এমনই দাবি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) পার্লামেন্টে বলেছেন, তাঁর দেশের সেনাবাহিনী ভারতের পাঁচটি রাফাল বিমান গুলি করে মাটিতে নামিয়ে দিতে পেরেছে। 

ঘটনা সত্য নয়

এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্ডায় নামানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। শরিফের এই বক্তব্য পাকিস্তানের সামরিক বাহিনীর দাবিরই প্রতিধ্বনি বলে জানা গিয়েছে। তবে ভারত এই দাবির বিষয়ে কোনও মন্তব্য করেনি। যদিও পরে জানা যায়, ঘটনা সত্যি নয়। ফ্যাক্ট চেকে প্রকৃত তথ্য বেরিয়ে আসে। কারা করেছে এই ফ্যাক্ট চেক? পিআইবি– প্রেস ইনফরমেশন ব্যুরো। ঘটনা সত্য নয়।

ভারত-পাক

পাক ও ‘পকে’ হামলা চালিয়েছে ভারত। বেছে বেছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি উড়িয়েছে। জৈশ লস্কর, হিজবুল মুজাহিদিনের ডেরায় হামলা চালিয়েছে ভারত। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর মুরিদকে অঞ্চলে। যেখানে প্রাথমিক ভাবে ২৫ থেকে ৩০ জঙ্গি নিকেশ হয় ভোরের দিকে। মাত্র ২৫ মিনিটে ভারত ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের উপর। হামলা মোট ন’টি জায়গায়। ভারত তার আক্রমণে খুবই সংযম দেখিয়েছে। সাধারণ মানুষের বসবাসের কোনও জায়গায় তারা আক্রমণ শানায়নি। সবটাই বেছে-বেছে, জঙ্গিদের ঘাঁটিতে। শীর্ষ সূত্র বলছে, এই স্ট্রাইকে মারা গিয়েছে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। খবর তেমন মিলছে না। তবে, যতটুকু জানা যাচ্ছে, পাকিস্তানে ১০০-র কাছাকাছি মৃত্যু ঘটেছে। আর ক্রস-ফায়ারের জেরে ভারতের অন্তত তিনজন মারা গিয়েছেন। 

আরও পড়ুন: India Pakistan War: বিশাল আপডেট! ভারত-পাক যুদ্ধে কার পাশে কোন দেশ? আমেরিকা কার হয়ে যুদ্ধ করবে, চিন থাকবে কার পক্ষে?

আরও পড়ুন: India Pakistan Tension: হাড়হিম! ২০১৯ সালের এক গোপন স্টাডি বলছে, এই ২০২৫-এ পরমাণুযুদ্ধ অবধারিত…

অন্য একটি সূত্র বলছে, ভারতের এই মিসাইল অ্যাটাকে পাকিস্তানের ২৬ জন অসামরিক মানুষ মারা গিয়েছেন, এছাড়াও ৪৬ জন আহত হয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এটাকে যুদ্ধ আখ্যায় আখ্য়ায়িত করেছেন। এবং বলেছেন, পাকিস্তানের এর যোগ্য জবাব দেওয়ার অধিকার আছে। কী ঘটেছিল কাল? গভীর রাতের অন্ধকারে সেনা ও এয়ার ফোর্স একযোগে পাকিস্তান এবং পাকিস্তান-অকুপায়েড-কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে এই হামলা চালায়। পোস্ট-স্ট্রাইক এক বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও শেয়ার করেছে তারা এবং লিখেছে ‘জাস্টিস ইজ সার্ভড’! ইনটেলিজেন্স এজেন্সি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করছে। টার্গেট  লোকেশনও খুঁজে দেখছে। প্রাথমিক হিসেবে ৮০-৯০ জন জঙ্গি মারা গিয়েছে। 

তবে অপারেশন সিন্দুরের জেরে মাসুদ আজহারের পরে মারা গিয়েছে আব্দুল মালিক মুদাসসিরের মতো ভয়ংকর জঙ্গিরাও। এদের পোশাকি নাম এইচভিটি– এরা লস্কর-ই-তৈবার হাই ভ্যালু টেররিস্ট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link