নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝে, অপারেশন স্বাভাবিক রয়েছে দিল্লি বিমানবন্দরে। তবে নিরাপত্তার কড়াকড়ির জন্য, উড়ানের ওঠা নামায় প্রভাব পড়তে পারে, জানিয়েছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL).
আরও পড়ুন, আজ পহেলগাঁওয়ে হামলার ২০ তম দিন, এখনও নাগালে আসেনি কেউ, অবশেষে পুলিশের স্ক্যানারে ‘সন্দেহজনক বেশ কয়েকজন..’ !
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ নেওয়া হয়। দিল্লি এয়ারপোর্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। কোনও বাধা নেই। উড়ান চলাচলের গতি এবং নিরাপত্তা প্রোটোকল পরিবর্তনের কারণে কিছু উড়ানের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। যাত্রীদের নিজ নিজ উড়ান সংস্থার আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।এবং পাশাপাশি চেক ইন লাগেজ এর নিয়ম মেনে চলতে বলা হয়েছে।
Passenger Advisory issued at 02:42 Hours#DelhiAirport #PassengerAdvisory #DELAdvisory pic.twitter.com/5Riv9Ehi9T
— Delhi Airport (@DelhiAirport) May 10, 2025
আরও দেখুন