NOW READING:
India made Bullet Trains: ভারতীয় রেলের চমক, ২০২৬ সালেই দৌড়বে দেশে তৈরি বুলেট ট্রেন, গতি হবে…
December 3, 2024

India made Bullet Trains: ভারতীয় রেলের চমক, ২০২৬ সালেই দৌড়বে দেশে তৈরি বুলেট ট্রেন, গতি হবে…

India made Bullet Trains: ভারতীয় রেলের চমক, ২০২৬ সালেই দৌড়বে দেশে তৈরি বুলেট ট্রেন, গতি হবে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানের সহযোগিতায় আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত চলবে বুলেট ট্রেন। তার আগেই এবার ভারত নিজেই তৈরি করতে চলেছে বুলেট ট্রেন। এর সর্বোচ্চ গতি হবে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর জন্য চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি বিইএমএলকে ৮৬৭ কোটি টাকার বরাত দিয়েছে।

আরও পড়ুন-রাজ্য সরকারের চাপে উঠে গেল আলু ধর্মঘট! হিমঘর থেকে আলু বেরোবে এবং তা আসবেও বাজারে…

ওই বুলেট ট্রেন হবে বিইএমএল এর বেঙ্গালুরুর ফ্যাক্টরিতে। আশা করা হচ্ছে ২০২৬ সালেই ছুটতে শুরু করবে বুলেট ট্রেন। জাপানে তৈরি বুলেট ট্রেনের থেকে এই ট্রেন হবে অনেক সস্তা। আশা করা হচ্ছে দেশিয় প্রযুক্তিতে তৈরি এই বুলেট ট্রেন ২০২৬ সালেই সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত দৌড়বে। ৮৬৭ কোটি টাকার মধ্যে রয়েছে ডিজাইন, টুলিং, টেস্টের খরচ।

ভারতীয় বুলেট ট্রেনের প্রতিটি কোচ তৈরি করতে খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা। ট্রেনে থাকবে রোটেটিং সিট। সঙ্গে থাকছে ইনফোটেইনমেন্ট সিস্টেম।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদের এক প্রশ্নের উত্তরে বলেন, এই ট্রেনে থাকবে চেয়ার কার, অটোমটেক ডোর, ক্লাইমেট কন্ট্রোল, সিসিটিভি, ফায়ার সেফটি ব্যবস্থা, মোবাইল চার্জিং সিস্টেম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link