NOW READING:
চিন থেকে সস্তায় আসত এই ৪ পণ্য, এবার মোটা কর চাপাল ভারত; বেড়ে যাবে দাম
March 24, 2025

চিন থেকে সস্তায় আসত এই ৪ পণ্য, এবার মোটা কর চাপাল ভারত; বেড়ে যাবে দাম

চিন থেকে সস্তায় আসত এই ৪ পণ্য, এবার মোটা কর চাপাল ভারত; বেড়ে যাবে দাম
Listen to this article


India Action on China: চিন থেকে আমদানি হওয়া চারটি পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই পণ্যগুলি এতদিন ধরে স্বাভাবিকের থেকে অনেক কম দামে ভারতে আমদানি করা হত। এবার থেকে কর চাপানোর ফলে দাম বাড়তে পারে এই পণ্যগুলির। দেশীয় সংস্থাগুলিকে সস্তায় আমদানিকৃত পণ্যের (India Imposes Duty) হাত থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ করেছে সরকার। আগামী ৫ বছরের জন্য এই কর আরোপ করেছে ভারত। বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত ইউনিট ডিজিটিআরের সুপারিশের পরেই (India Action on China) এই কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর এই বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এবং রেভিনিউ বিভাগ।

অ্যালুমিনিয়াম ফয়েলের উপর অস্থায়ী শুল্ক আরোপ

মূলত অ্যালুমিনিয়াম ফয়েল, ভ্যাকুয়াম ফ্লাস্ক, নরম ফেরাইট কোর্স এবং ট্রাইক্লোরো আইসোসিনোরিক অ্যাসিডের উপর কর আরোপ করেছে ভারত। একে বলা হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটি। চিন থেকে আমদানি করা অ্যালুমিনিয়াম ফয়েলের উপর কেন্দ্র সরকার অ্যান্টি ডাম্পিং কর আরোপ করেছে মূলত ৬ মাসের জন্য। এক টন অ্যালুমিয়াম ফয়েলের উপরে ৮৭৩ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

এর পাশাপাশি সরকার চিন ও জাপান থেকে অ্যাসিড আমদানির ক্ষেত্রে প্রতি টনের জন্য ২৭৬ থেকে ৯৮৬ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করেছে। বাণিজ্যে ভারসাম্য আনতে সরকার সময়ে সময়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে।

কী এই অ্যান্টি ডাম্পিং ডিউটি

যখন একটি দেশ তাঁর পণ্য অন্য কোনও কম দামে রফতানি করে তখন তাঁকে ডাম্পিং বলে। এটি দেশে উৎপাদিত পণ্যকে অনেকাংশে প্রভাবিত করে। আর এই কারণে দেশের বাজারে রফতানি পণ্যের দাম কমে যায়, এর প্রভাব পড়ে দেশীয় ব্র্যান্ডের বিক্রিতে। কারণ কম দামে যখন কোনও বিদেশি পণ্য বাজারে বিক্রি হতে শুরু করে, তখন দেশীয় পণ্য তার সঙ্গে পাল্লা দিতে পারে না। ফলে দেশীয় ব্যবসার ক্ষতি হয়। দেশীয় পণ্যের চাহিদা কমে যায়। এই কারণে বহু সংস্থা বন্ধও হয়ে গিয়েছে দেশে। বহু মানুষের চাকরি চলে গিয়েছে এই সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পরে। ফলে দেশীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছিল এর মাধ্যমে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের উপরে পরিপূরক কর আরোপের সিদ্ধান্ত নিয়েছিল।  

আরও দেখুন



Source link