জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাস লেখার প্রথম ধাপে কি পা রাখল ভারত? এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরছে। ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্স গেমসের (2036 Olympic Games) আয়োজক হতে চয়ে, আনুষ্ঠানিক ভাবে দরপত্র জমা দিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। আয়োজক শহর হিসেবে ভারত বেছে নিয়েছে আমদাবাদকে (Ahmedabad)। গত মঙ্গলবার সুইৎজ়ারল্যান্ডের লুজান শহরে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদর দফতরে গিয়েছিল উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল। দলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কর্তাদের সঙ্গেই ছিলেন গুজরাত সরকারের কর্তারা এবং আইওএ-র সভাপতি পিটি ঊষা।
আরও পড়ুন: ২৭ কোটি নিয়েও ২৬৯ রান, গোয়েঙ্কার দল ছেড়ে ফের দিল্লিতে? নিলামে ঋষভ-সহ ৯ ভারতীয়!
এই গুরুত্বপূর্ণ বৈঠকই বুঝিয়ে দিল যে, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ওরফে মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্ট আয়োজনের জন্য ভারত প্রথম আনুষ্ঠানিক আগ্রহ দেখাল। যদিও আইওসি ভবিষ্যতের অলিম্পিক্স সংস্করণগুলির জন্য, আয়োজক নির্বাচন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রেখেছে। ভারতের বিরাট পদক্ষেপ বিশ্বব্যাপী ক্রীড়া মঞ্চে দেশের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা এবং প্রথমবারের মতো অলিম্পিক্স দেশে আনার উজ্জ্বল প্রতিফলনই। দ্রুত বিকশিত পরিকাঠামো এবং ক্রমবর্ধমান গ্লোবাল প্রোফাইলের জন্য গর্ব করে আমদাবাদ। ফলে ভারতের ম্যাঞ্চেস্টারকেই অলিম্পিক্স আয়োজক শহর হিসাবে দেখিয়েছেন পিটি ঊষারা।
বৈঠকের পর ভারতীয় প্রতিনিধি দলের প্রকাশিত প্রেস বিবৃতি অনুসারে, জানা যাচ্ছে যে, অলিম্পিক্স আয়োজনের প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং লজিস্টিক পরিকাঠামো সম্পর্কে আইওসি থেকে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি পেয়েছে। যার ফলে ভারতের অলিম্পিক্স আয়োজনের রূপরেখা তৈরির আলোচনা ফলপ্রসূ করেছে। অলিম্পিক্স ভারতের যুবসমাজের কাছে এমন এক সুযোগ হবে, যা প্রজন্মে একবার আসে। ৬০ কোটি তরুণ-তরণী তাদের দেশের মাটিতে খেলার রাজসূয় যজ্ঞ দেখার সুযোগ করে দেবে। প্রাচীন ভারতীয় দর্শন ‘বসুধৈব কুটুম্বকম’ – বিশ্ব এক পরিবারের মূলে প্রোথিত এই প্রচেষ্টা সত্যি অর্থেই ইতিহাস লিখতে পারে।
পিটি ঊষা বলেছেন, ‘ভারতে অলিম্পিক্স গেমস শুধুই একটি দর্শনীয় ইভেন্ট হবে না, সমস্ত দেশবাসীর কাছে প্রজন্মান্তরের প্রভাব ফেলবে।’ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে শুধু ভারতই দরপত্র জমা দেয়নি। তালিকায় আছে সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুর্কিয়ে এবং চিলি সহ অন্যান্য দেশগুলিও।
আরও পড়ুন: অভাবে দু’বেলা ম্যাগি খেয়েছেন, আজ বিশ্বকাপজয়ীর হাতে টাইটেনিয়ামের ঘড়ি, দাম ₹৩৩৭০০০০০!
গতবছর ৭৮ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ১১৭ জন ভারতীয়ও উপস্থিত ছিলেন লালকেল্লার সামনে। প্যারিস থেকে ভারত হাফ ডজন পদক নিয়ে দেশে ফিরেছিল। নীরজ চোপড়া ও মনু ভাকেররা নজর কেড়েছিলেন ফ্রান্সের রাজধানীতে। ওদিন নীরজদের সাধুবাদ জানানোর পাশাপাশি মোদী বলেছিলেন, ‘ভারত জি-২০ সম্মেলন আয়োজন করেছে। দেশ জুড়ে ২০০-র উপর ইভেন্ট হয়েছে। এটা প্রমাণ করে দেয় যে, বড় ইভেন্ট আয়োজন করার ক্ষমতা ভারতের আছে। এখন ভারতের স্বপ্ন ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করা। আমরা তার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।’ এবার দেখার ভারতে অলিম্পিক্স হয় কিনা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)