NOW READING:
Pakistan Player Visa: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটেনি, এই আবহে বিরাট পদক্ষেপ, পাকিস্তানকে ভিসাই দিল না ভারত!
November 12, 2024

Pakistan Player Visa: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটেনি, এই আবহে বিরাট পদক্ষেপ, পাকিস্তানকে ভিসাই দিল না ভারত!

Pakistan Player Visa: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটেনি, এই আবহে বিরাট পদক্ষেপ, পাকিস্তানকে ভিসাই দিল না ভারত!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র ব্য়ানারে ফিরছে এই টুর্নামেন্ট। তবে ভারতের আটারির ওপারে খেলতে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে। নিশ্চিত ভাবেই বলে দেওয়া যেতে পারে যে, ভারত যাবে না পাকিস্তানে! 

আরও পড়ুন: একুশের তাজা রক্তে মুছল গাবার নায়কের নাম! মাত্র দু’শব্দের নিদানেই দরজা বন্ধ হল তাঁর?

চ্যাম্পিয়ন্স ট্রফির জট এখনও কাটেনি,এই আবহে বড় পদক্ষেপ নিল ভারত! পাকিস্তানকে ভিসাই দিল না আসন্ন এশিয়া কাপ যুব স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ এবং দিল্লি কাপের জন্য (Asia Cup Youth Scrabble Championship And Delhi Cup)! ভারতে আসার জন্য় পাকিস্তানি খেলোয়াড়রা দুই মাস আগে ভিসার আবদেন করেছিল। তবে ভারতীয় হাই কমিশন জানিয়ে দিয়েছে যে, তাঁদের ভিসা দেওয়া হবে না।

পাকিস্তান স্ক্র্যাবল অ্যাসোসিয়েশনের (পিএসএ) ডিরেক্ট তারিক পারভেজ ভারত সরকারের এই সিদ্ধান্তে খুবই হতাশ। তিনি জানিয়েছেন যে, কোনও ব্যাখ্যা ছাড়াই দলের অর্ধেকরই ভিসা বাতিল হয়ে গিয়েছে। এই তালিকায় এমন সব খেলোয়াড়রা রয়েছেন, যারা অতীতে ২০২২ সালে ভারতে খেলে জিতে গিয়েছেন। পারভেজ আরও জানিয়েছেন যে,পাকিস্তানের স্ক্র্যাবল খেলোয়াড়রা ভিসা পাওয়ার প্রত্যাশায় লাহোরে চলে এসেছিলেন, কিন্তু এখন হতাশ হয়ে করাচিতে ফিরে যাচ্ছেন। 

আরও পড়ুন:  ‘ওর ভারতীয় ক্রিকেট নিয়ে…’ ! রোহিত-বিরাটকে কিছু বলার আগে এবার দু’বার ভাববেন পন্টিং

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  





Source link