NOW READING:
India vs Pakistan: মাঠে নেমেই প্রত্যাঘাত ভারতের, মেয়েরাই নাস্তানাবুদ করল পাকিস্তানকে…
April 25, 2025

India vs Pakistan: মাঠে নেমেই প্রত্যাঘাত ভারতের, মেয়েরাই নাস্তানাবুদ করল পাকিস্তানকে…

India vs Pakistan: মাঠে নেমেই প্রত্যাঘাত ভারতের, মেয়েরাই নাস্তানাবুদ করল পাকিস্তানকে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি (Pahalgam Terror Attack) হানায় নিহত ২৭ জন পর্যটক। সারাদেশ ফুঁসছে ক্ষোভে। নিরীহ পর্যটকদের নৃশংস হত্যার জন্য যে পাকিস্তানের (Pakistan) মদত রয়েছে, এরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর সেই নিরিখে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই পরিস্থিতিতে ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চিঠি লিখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (ICC) জানিয়েছে, কোনও প্রতিযোগিতায় ভারতীয় দলকে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। এরই মাঝে খেলার মাঠে পাকিস্তানকে নাস্তানাবুদ করে পরাজিত করল ভারত।

আরও পড়ুন- Pahalgam Terror Attack: ধর্ম দেখেননি নাজাকত, জঙ্গিদের গুলির মুখে বিজেপি নেতা-সহ ১১ জনকে বাঁচিয়ে তিনিই ‘বীর’!

ব্যাংককে আয়োজিত মহিলাদের বেসবল এশিয়া কাপের (Baseball Asia Cup) যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ হাসি হাসলেন মনবীর কৌর, হরবিন্দর কৌরেরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছে ভারতীয় দল। শেষ পর্যন্ত ধরিত্রী মাথা ঠান্ডা রেখে হোম রান নিয়ে ভারতকে ম্যাচ জেতান। সাফল্য আসে ভারতের মেয়েদের হাত ধরে। 

মহিলাদের বেসবল টুর্নামেন্ট নিয়ে এমনিতে বিশেষ আগ্রহ দেখা যায় না ভারতের ক্রীড়াপ্রেমীদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পহেলগাঁও জঙ্গিহানার পর ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই আঁচ পাওয়া গেল মাঠেও। এই কঠিন সময়ই হয়ত পারফরম্যান্সে আলাদা শক্তি জুগিয়েছে বলে মনে করছে ক্রীড়ামহল। প্রতিপক্ষ পাকিস্তানকে দুরমুশ করার অ্যাটিটিউডই দেখা গেল মাঠে। এই টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচ জিতে যোগ্যতা অর্জনের দিকে অনেকটা এগিয়ে গেল ভারত। 

আরও পড়ুন- Shah Rukh Khan | Pahalgam Terror Attack: ‘ঠাকুমা ছিলেন কাশ্মীরি, বাবা কাশ্মীর যেতে বারণ করেছিলেন’…

প্রসঙ্গত, পহেলগাঁও-এর ঘটনার পর ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। বিরাট সিদ্ধান্তের পথে ভারতীয় বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চিঠি লিখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) জানিয়েছে, কোনও প্রতিযোগিতায় ভারতীয় দলকে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। এরই মাঝে মেয়েদের এই জয় অবশ্যই অন্য মাত্রা যোগ করেছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link