# Tags
#Blog

IND vs PAK Champions Trophy 2025: কোহলির সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মুছে গেল পাকিস্তান!

IND vs PAK Champions Trophy 2025: কোহলির সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মুছে গেল পাকিস্তান!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওভালের বদলা দুবাইয়ে! সেই  চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এবার পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে কার্যত নিশ্চিত করে ফেলল ভারত। সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ৪৫ বল বাকি থাকতেই ৬ উইকটে ম্য়াচ পকেটে পুরে ফেললেন রোহিত শর্মারা।

আরও পড়ুন:  IND vs PAK Champions Trophy 2025: বল গড়ানোর আগেই রোহিতদের বিশ্বরেকর্ড! এতদিন ডাচদের ছিল যা, এখন ভারতের হল তা…

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। শুরুটাও ভালোই করেছিলেন দুই ওপেনার  বাবর আজম ও ইমাম উল হক। কিন্তু বড় রানে করতে ব্যর্থ হন তাঁরা। বরং অত্যাধিক স্লো ব্যাটিংয়ে  রানে গতি কমে যায় আরও। মাঝে অবশ্য সউদ শাকিলের সঙ্গে জুটি বেঁধে রান তোলার চেষ্টা করেছিলেন রিজওয়ান। শেষপর্যন্ত রিজওয়ান আউট হন  ৪৬ রানে, আর শাকিল ৬২। এরপর দ্রুত রান তুলতে দিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে।  ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৩টি উইকেট নেন কুলদীপ যাদব।  হার্দিক পান্ডিয়া ২ ও হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা ১ করে উইকেট পান।

টার্গেট ২৪২। রান তাড়া করতে নেমে আক্রমনাত্মক ভঙ্গিতেই শুরু করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু মাত্র ২০ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। এরপর শুভমনের সঙ্গে জুটি বাঁধেন রিবাট। ৪৬ রান করে আউট হন শুভমান গিল। কিন্তু দলকে লক্ষ্য দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট। এবার তাঁর সঙ্গী হন শ্রেয়স আইয়ার। ৫৬ রান করেন তিনি। ১১১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি।  শেষ বলে চার মেরে সে়ঞ্চুরি করেন  প্রাক্তন ভারত অধিনায়ক।  ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। 

আরও পড়ুন: Virat Kohli-Babar Azam | IND vs PAK Champions Trophy 2025: ‘চুপ মুহূর্ত চুপ’; বাবরের পিঠে বিরাটের হাত, মহাযুদ্ধের ভাইরাল ছবি দেখলেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal