NOW READING:
India Vs England 2nd T20: চিপকে তিলক বর্মার বিধ্বংসী ব্যাটে দুরমুশ ইংল্যান্ড
January 25, 2025

India Vs England 2nd T20: চিপকে তিলক বর্মার বিধ্বংসী ব্যাটে দুরমুশ ইংল্যান্ড

India Vs England 2nd T20: চিপকে তিলক বর্মার বিধ্বংসী ব্যাটে দুরমুশ ইংল্যান্ড
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাইয়ে ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটে জিতল ভারত। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ১৬৫/৯। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব। ইংল্যান্ডের হয়ে ৪৫ রান করেন অধিনায়ক জস বাটলার। জবাবে তিলক বর্মার অপরাজিত ৭২ রানের সৌজন্যে ২ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। ১৯.২ ভারত করে ১৬৬-৮।

আরও পড়ুন-ইডেনে ইংরেজ বধ ইন্ডিয়ার, কলার তুলেই বছর শুরু বিশ্বচ্যাম্পিয়নদের…

ইডেনে ভারতের ঘূর্ণির সামনে নাস্তানাবুদ হয়েছিল ইংল্যান্ড। চেন্নাইয়ে অবশ্য তেমনটা হল না। সেখানে রীতিমত ঘাম ঝরাতে হল ভারতকে। ইংল্যান্ডের গতি ও আদিল রশিদের ঘূর্ণিতে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত সেই জায়গা থেকে টিম ইন্ডিয়াকে বের করে আনেন তিলক বর্মা। ৫৫ বলে ৭২ রান আসে তিলকের ব্যাট থেকে।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন সূর্য কুমার যাদব। শেষপর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান করে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার করেন ৪৫ রান। অন্যদিকে, কার্স ৩১ রান করেন ১৭ বলে। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ৩২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। পাশাপাশি ৩৮ রান দিয়ে ২ উইকেট পান বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের ১৬৬ রানের টার্গেটের সামনে ভারতের শুরুটা ভালো হয়নি। দ্রুত ফিরে যান অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অধিনায়ক সূর্যকুমার যাদব ফেরেন ১২ রানে। হার্দিক পান্ডিয়া বা ধ্রুব জুরেল দাঁড়াতেই পারেনি। মাত্র ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেই অবস্থায় ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে লড়তে থাকেন তিলক বর্মা। একসময়ে সুন্দর পড়ে যান ২৬ রানে। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে ৫৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিলক। ২ বল বাকী থাকতেই জয় তুলে নেয় ভারত।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 





Source link