জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে থামছে না সংখ্যালঘুদের উপর নির্যাতন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর। বাড়ি তছনছ করে দেওয়া হয়। ঢাকায় পোড়ানো হল ভারতীয় শাড়ি, শাল। সংখ্যালঘুদের প্রাণনাশের হুমকি দেওয়ার ভিডিয়ো ভাইরাল। অরাজকতার মধ্যেই বাংলাদেশে কি খুল্লামখুল্লা জঙ্গিরা? ইউনূস সরকার গঠনের পর চার মাসে ১৭৪ জন জঙ্গি জামিনে মুক্ত। ১১ জন দুষ্কৃতীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জানিয়েছেন বাংলাদেশের কারা বিভাগের ডিজি।
আরও পড়ুন, India-Bangladesh Relation: বদলের বাংলাদেশে কেমন চলছে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক?
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা ব্রিটিশ সরকারের। আপত্তি জানিয়েছেন ইউনূস সরকারের বিদেশ উপদেষ্টা। ভারতকে নিশানা খালেদা জিয়ার দল বিএনপির। পরপর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অস্বীকার। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ছক, অভিযোগ বিএনপির। হাসিনা ভারতে বসে সংখ্যালঘু নির্যাতনের গল্প ফাঁদছেন, মন্তব্য বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা রুহুল কুদ্দুস তালুকদারের।
এদিকে, ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন অব্যাহত। কলকাতা ও ত্রিপুরা থেকে দুই কূটনীতিককে ফেরাল ঢাকা। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। এবার ভারতের আশ্রয়ে হাসিনার ষড়যন্ত্রের অভিযোগ। গত আগস্ট মাসে বাংলাদেশে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে গত কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দু’দেশের সম্পর্ক।
একদিকে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে ইউনূস। কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? প্রশ্ন বাংলাদেশের কবি ফারহাদ মাজহারের। অন্যদিকে, উত্তাল বাংলাদেশ আবহে বিজয় দিবসের অনুষ্ঠান ফিকে। ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে প্রতিবছর বিজয় দিবস উদযাপন। একাত্তরে যুদ্ধ জয় উদযাপনে থাকেন মুক্তিযোদ্ধারাও। তবে এবছর অনুষ্ঠান কাটছাঁট, এবার একদিনেই অনুষ্ঠান শেষ। প্রতিবছর ৩-৪দিন ধরে অনুষ্ঠানের বদল এবার মাত্র একদিন!
আরও পড়ুন, Bangladesh Pollution: বদলের বাংলাদেশ এবার দূষিত বাতাসের শহরের তালিকায়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)