NOW READING:
সীমান্তের ওপার থেকে BSF-কে লক্ষ্য করে বোমা, পাথর ; জখম ২ জওয়ান !
January 18, 2025

সীমান্তের ওপার থেকে BSF-কে লক্ষ্য করে বোমা, পাথর ; জখম ২ জওয়ান !

সীমান্তের ওপার থেকে BSF-কে লক্ষ্য করে বোমা, পাথর ; জখম ২ জওয়ান !
Listen to this article


মালদা : ত্রিপুরার পর এবার মালদা। সীমান্তে ফের আক্রান্ত BSF ! সীমান্তের ওপার থেকে BSF-কে লক্ষ্য করে ছোড়া হল বোমা, পাথর ! লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা ! সীমান্তের ওপার থেকে ছোড়া বোমা-পাথরের আঘাতে আহত হয়েছেন দুই BSF জওয়ান । সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা। পরে BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশি লুঠেরারা।

কী ঘটনা ?

মালদার সুখদেবপুর সীমান্তের ঘটনা। এই সীমান্তে এর আগেও উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে অশান্তি ছড়িয়েছিল কয়েকদিন আগে। জানা যাচ্ছে, সেখানে ভারতীয় ভূখণ্ডে গম চাষ করেছিলেন ভারতীয় চাষিরা। হঠাৎ করে তাঁরা লক্ষ্য করেন, বাংলাদেশ থেকে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে সেই গম কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেইসময় বাংলাদেশি লুঠেরাদের বাধা দেন সীমান্তবর্তী এই চাষিরা। তাঁরা প্রতিবাদ করেন। তারপরেই সেটা সংঘর্ষের আকার নেয়। বাংলাদেশের দিক থেকে আসা দুষ্কৃতীরা অস্ত্র-শস্ত্র, বোমা নিয়ে এসেছিল। তারা ইট-পাটকেল-বোমা ছুড়তে শুরু করে ভারতীয় কৃষকদের দিকে। জোর করে তারা গম লুঠ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বিএসএফও যায়। তারা গিয়ে ভারতীয় কৃষকদের সাহায্য করে। এরপর ভারতীয় কৃষক ও বিএসএফের তাড়ায় বাংলাদেশি লুঠেরারা পালিয়ে যায়। রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন।

আরও দেখুন



Source link