<p><strong>সমীরণ পাল, বারাসাত: </strong>ভারত-বাংলাদেশ সীমান্তে অস্থির পরিস্থিতি। এবার সীমান্তবর্তী এলাকায় জনসংযোগের উদ্যোগ নিল BSF। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ফুটবল ম্যাচের আয়োজন BSF-এর। </p>
<p><strong>জনসংযোগের উদ্যোগ:</strong> জানা গিয়েছে, ঝাউডাঙা ও রামনগর গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নিয়ে এই ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়। ঝাউডাঙা বিওপি-র বিএসএফ আধিকারিকরা এই উদ্যোগ নেয়। ম্যাচ চালাতে সহযোগিতা করেছে পিপলি বিওপি। চলতি সের ৭ তারিখ থেকে টুনার্মেন্ট শুরু হয়। ৮ টি দল এই টুনার্মেটে অংশগ্রহণ করে। গতকাল ১১ জানুয়ারি ছিল ফাইনাল খেলা। ফাইনালে গাইনপাড়া ও ঝাউডাঙা মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পিপলি খেলার মাঠে উপস্থিত ছিলেন বিএসএফ-র একাধিক আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রামনগর ও ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের জন প্রতিনিধিরা। খেলার মাঠে ফুটবলপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিএসএফ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা। তাঁরা বলছেন, বিএসএফ সীমান্ত পাড়ারা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। যাতে তাঁদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। সীমান্তে বিএসএফ-এর সঙ্গে তাঁরা আছে। কোনও ধরনের অসুবিধা হলে তাঁরাও বিএসএফ-এর সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে পাশে থাকবেন।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Midnapore Saline Controversy: ‘স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,’ সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটি" href="https://bengali.abplive.com/district/west-bengal-midnapore-saline-controversy-suspected-13-member-investigation-committee-1114999" target="_self">Midnapore Saline Controversy: ‘স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,’ সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটি</a></strong></p>
Source link
অস্থির সীমান্তে জনসংযোগ বাড়াতে উদ্যোগ, এবার ফুটবল ম্যাচের আয়োজন করল BSF
