NOW READING:
অস্থির সীমান্তে জনসংযোগ বাড়াতে উদ্যোগ, এবার ফুটবল ম্যাচের আয়োজন করল BSF
January 12, 2025

অস্থির সীমান্তে জনসংযোগ বাড়াতে উদ্যোগ, এবার ফুটবল ম্যাচের আয়োজন করল BSF

অস্থির সীমান্তে জনসংযোগ বাড়াতে উদ্যোগ, এবার ফুটবল ম্যাচের আয়োজন করল BSF
Listen to this article



<p><strong>সমীরণ পাল, বারাসাত:&nbsp;</strong>ভারত-বাংলাদেশ সীমান্তে অস্থির পরিস্থিতি। এবার সীমান্তবর্তী এলাকায় জনসংযোগের উদ্যোগ নিল BSF। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ফুটবল ম্যাচের আয়োজন BSF-এর।&nbsp;</p>
<p><strong>জনসংযোগের উদ্যোগ:</strong> জানা গিয়েছে, ঝাউডাঙা ও রামনগর গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নিয়ে এই ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়। ঝাউডাঙা বিওপি-র বিএসএফ আধিকারিকরা এই উদ্যোগ নেয়। ম্যাচ চালাতে সহযোগিতা করেছে পিপলি বিওপি। চলতি সের ৭ তারিখ থেকে টুনার্মেন্ট শুরু হয়। ৮ টি দল এই টুনার্মেটে অংশগ্রহণ করে। গতকাল ১১ জানুয়ারি ছিল ফাইনাল খেলা। ফাইনালে গাইনপাড়া ও ঝাউডাঙা মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পিপলি খেলার মাঠে উপস্থিত ছিলেন বিএসএফ-র একাধিক আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রামনগর ও ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের জন প্রতিনিধিরা। খেলার মাঠে ফুটবলপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিএসএফ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা। তাঁরা বলছেন, বিএসএফ সীমান্ত পাড়ারা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। যাতে তাঁদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। সীমান্তে বিএসএফ-এর সঙ্গে তাঁরা আছে। কোনও ধরনের অসুবিধা হলে তাঁরাও বিএসএফ-এর সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে পাশে থাকবেন।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Midnapore Saline Controversy: ‘স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,’ সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটি" href="https://bengali.abplive.com/district/west-bengal-midnapore-saline-controversy-suspected-13-member-investigation-committee-1114999" target="_self">Midnapore Saline Controversy: ‘স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,’ সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটি</a></strong></p>



Source link