# Tags
#Blog

বাংলাদেশ সীমান্তে এবার চোরাকারবারিদের হাতে আক্রান্ত BSF, শূন্যে গুলি চালাতে হল

বাংলাদেশ সীমান্তে এবার চোরাকারবারিদের হাতে আক্রান্ত BSF, শূন্যে গুলি চালাতে হল
Listen to this article


সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল, বিটন চক্রবর্তী: মৌলবাদের অতলে বাংলাদেশ যতই তলিয়ে যাচ্ছে, ভারত সীমান্তে বাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপট। ত্রিপুরার পর এবার মালদা। বাংলাদেশি চোরাচালানকারীদের রুখতে গিয়ে কালিয়াচক সীমান্তে আক্রান্ত হল BSF. সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, আত্মরক্ষায় গুলি পর্যন্ত চালাতে হয় জওয়ানদের। (India-Bangladesh Border)

সেই মালদা সীমান্ত এবং আবার সেখানে আক্রান্ত BSF. একদিকে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র উস্কানি, আর অন্য দিকে, চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা। নৈরাজ্যের বাংলাদেশে অস্থিরতার আবহে, সীমান্তে জোড়া চ্যালেঞ্জ BSF-এর সামনে। (Malda News)

সেই সঙ্গে নানা ভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বাড়ছে এপারের সীমান্ত ঘেঁষা নিরীহ গ্রামবাসীদের ওপর। বৈষ্ণবনগর সীমান্তের সুখদেবপুর গ্রামের বাসিন্দা বাপন মণ্ডল বলেন, “ধান চাষ করেছিলাম। বাংলাদেশে নতুন সরকার হওয়ার পর কীটনাশক স্প্রে করতে গিয়েছিলাম। একাই গিয়েছিলাম আমি। ওরা মোটামুটি ১০ জন হাঁসুয়া নিয়ে আমাকে তাড়া করে। আমি পালিয়ে BSF-এর কাছে চলে আসি।”

মালদার কালিয়াচকে নওদা সীমান্তে বাংলাদেশি চোরাকারবারিদের হাতে আক্রান্ত হল BSF. BSF-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে খবর, শুক্র ও শনিবারের মধ্যরাতে হামলার ঘটনা ঘটে। বাংলাদেশি চোরাচালানকারীদের প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল ১১৯ নম্বর ব্যাটালিয়নের পাহারারত BSF জওয়ানদের ওপর হামলা চালায়। BSF জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে চড়াও হয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়।

বাংলাদেশি দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যে দু’রাউন্ড গুলি চালায় BSF. তাতেও কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। যদিও তাতে হতাহতের কোনও খবর মেলেনি। অন্ধকার ও আমবাগানের সুযোগ নিয়ে গা ঢাকা দেয় হামলাকারীরা। BSF সূত্রে খবর, ঘটনাস্থল থেকে প্রচুর ফেনসিডিল, ধারাল অস্ত্র ও একটি হাই বিম টর্চ উদ্ধার করা হয়েছে।

এর আগে, ত্রিপুরার উনকোটিতে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনেদুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছিলেন BSF-জওয়ানরা। তাঁদের আগ্নেয়াস্ত্র কেড়ে, ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয়।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal