NOW READING:
WFI: জর্ডন দেখল ভারতের দাপট, কুস্তিতে এল সোনা-সহ ১০ পদক
April 1, 2025

WFI: জর্ডন দেখল ভারতের দাপট, কুস্তিতে এল সোনা-সহ ১০ পদক

WFI: জর্ডন দেখল ভারতের দাপট, কুস্তিতে এল সোনা-সহ ১০ পদক
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জর্ডনের আম্মানে অনুষ্ঠিত ২০২৫ সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে শেষ করল ভারত।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ভারতের কুস্তিগীররা অলিম্পিকে পদক সংখ্যা বাড়াতে পারে’ – ভারতের কুস্তিগীরদের উদ্দেশ্যে, ডব্লিউএফআই (WFI) প্রধান সঞ্জয় সিং বলেন। 

এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ, ভারতীয় কুস্তিগীররা মোট ১০টি পদক জিতেছে। যার মধ্যে ১টি সোনা, ৩টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ পদক রয়েছে। ক্রীড়া মন্ত্রালয় সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর এই চ্যাম্পিয়নশিপ ছিল ভারতীয় কুস্তিগীরদের প্রথম টুর্নামেন্ট।

ডব্লিউএফআই (WFI) সকল পদক জয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানায়। বিশেষ করে মহিলাদের। তাদের এই পারফরমেন্স প্রমাণ করে যে আমাদের দেশে কুস্তিগীরদের একটি সম্ভাবনা রয়েছে। বর্তমান কুস্তিগীরদের উপর মনোযোগ দিয়ে আমরা অলিম্পিকে পদক সংখ্যা বাড়াতে পারি – সঞ্জয় সিং বলেন। 
৭ এপ্রিল থেকে জাতীয় শিবির পরিচালনা করবে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)। যেখানে প্রতিটি ওজন বিভাগে দেশের শীর্ষ চারজন কুস্তিগীর অংশগ্রহণ করবেন। পুরুষদের শিবির পুনেতে এবং মহিলাদের শিবির গান্ধী নগরে অনুষ্ঠিত হবে। এই জাতীয় শিবির বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চলবে। যা ১৩-২১ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিং আরও বলেন – ভারতীয় মহিলারা দশটি পদকের মধ্যে পাঁচটি পদক জিতেছেন। যার মধ্যে ১টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ রয়েছে। তিনবারের এশিয়ান পদকজয়ী মনীষা ভানওয়ালা চার বছরে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এই এশিয়ান খেতাব জিতেছেন। তিনি ৬২ কেজি বিভাগে সোনা জিতেছেন।
অন্যদাকে, প্যারিস অলিম্পিয়ান রিতিকা হুডার শেষ ১০ সেকেন্ডের জন্য শিরোপা হাতছাড়া হয়। ম্যাচের বেশিরভাগ সময় ৬-২ ব্যবধানে এগিয়ে থাকার পরও তাকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
অন্তিম পঙ্গল (৫৩ কেজি), মুসকান (৫৯ কেজি) এবং মানসী লাথের (৬৮ কেজি) নিজ নিজ বিভাগে ব্রোঞ্জ জেতেন। ফ্রিস্টাইল কুস্তিগীর, উদিত (৬১ কেজি) এবং দীপক পুনিয়া (৯২ কেজি) দুটি রুপো জিতেছেন। দীনেশ (১২৫ কেজি) একটি ব্রোঞ্জ জিতেছেন। গ্রিকো-রোমান কুস্তিগীর সুনীল কুমার (৮৭ কেজি) এবং নীতেশ (৯৭ কেজি) দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন।

আরও পড়ুন: কার টানে সোজা ডাগআউটে বসলেন মালাইকা? মাঠেই কিংবদন্তির সঙ্গে নায়িকার অস্থির…

আরও পড়ুন:  আজ শ্রেয়স বনাম ঋষভ, লখনউয়ের নজরে কারা?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link