NOW READING:
৬ দশকের পুরনো সংস্থা ইসকনকে মৌলবাদী সংগঠন তকমা! ‘আলোচনায় বসুন ট্রাম্প’ আর্জি আমেরিকায়
November 28, 2024

৬ দশকের পুরনো সংস্থা ইসকনকে মৌলবাদী সংগঠন তকমা! ‘আলোচনায় বসুন ট্রাম্প’ আর্জি আমেরিকায়

৬ দশকের পুরনো সংস্থা ইসকনকে মৌলবাদী সংগঠন তকমা! ‘আলোচনায় বসুন ট্রাম্প’ আর্জি আমেরিকায়
Listen to this article


নয়া দিল্লি: প্রায় ৬ দশকের পুরনো সংস্থা। বিশ্বজুড়ে দীক্ষিতের সংখ্যা ১০ লক্ষের বেশি। এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে কয়েকশো শাখা, কোটি কোটি ভক্ত। সারা বিশ্বে বহু সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সেই ইসকনকেই এবার মৌলবাদী সংগঠন তকমা লাগিয়ে নিষিদ্ধ করার দাবি উঠল বাংলাদেশে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ তুলে আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।                                                                 

সন্ন্যাসীর গ্রেফতারির কড়া সমালোচনা করে তদারকি রাষ্ট্রপতি জো বাইডেনের হস্তক্ষেপ চেয়েছেন মার্কিন মুলুকের প্রবাসী ভারতীয়রা।                                                   

মার্কিন অভিনেত্রী-গায়িকা মেরি মিলবেন এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, বাংলাদেশে চরমপন্থীরা হিন্দু ও সংখ্যালঘুদের ওপর যে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে, তা নিয়ে এবার বিশ্ব নেতাদের আলোচনায় বসা উচিত। 

আরও পড়ুন, বাংলাদেশে ‘জোর করে’ বন্ধ করা হল একের পর এক ইসকন সেন্টার, ‘খোঁজ পাওয়া যাচ্ছে না’ ভক্তদের?

উদ্বিগ্ন ভারতও। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন ৬৮ জন। এঁদের মধ্যে রয়েছেন সাংসদ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত IAS, IPS-রা। 

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠল বাংলাদেশে। মৌলবাদী সংগঠন অ্যাখ্যা দিয়ে ইসকনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ তুলে আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কূটনৈতিক মহল থেকে বলা হচ্ছে প্রায় ছ দশক পুরনো ইসকন, কট্টরপন্থী সংগঠন, এমন কথা আগে কখনও শোনা যায়নি।                              

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন



Source link