India vs Australia Pink-Ball Test: স্টার্কের গোলাপি বিস্ফোরণে অ্যাডিলেডে ১৮০ রানে অলআউট টিম ইন্ডিয়া!

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:8 Minute, 15 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেডে (Australia vs India, 2nd Test at Adelaide, AUS vs IND) শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলে দিন-রাতের টেস্ট (India vs Australia Pink-Ball Test)। অ্যাডিলেড বললেই চোখের সামনে ভেসে ওঠে চার বছর আগের ঘটনা, ঠিক এই মাঠেই ভারতকে ৩৬ রানে অলআউট হতে হয়েছিল। যা আজও টিম ইন্ডিয়ার টেস্টের সর্বনিম্ন স্কোর। এহেন আতঙ্কের অ্যাডিলেডে ভারতের ফের ব্যাটিং ভরাডুবি। মাত্র ১৮০ রানে শেষ হয়ে গেল রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংস, অজি সুপারস্টার মিচেল স্টার্ক (Mitchell Starc) বুঝিয়ে দিলেন যে, তিনি আজও ত্রাসের সমার্থক! একাই তুলে নিলেন ৬ উইকেট।  

আরও পড়ুন: অ্যাডিলেডে আজব ঘটনা, কোহলিকে মাঠে ঢুকতে বাধা আম্পায়ারের! হলটা কী?

পারথ টেস্টের দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়ওসওয়ালই ওপেন করেছেন। রোহিত তাঁর জায়গা ছেড়ে দিয়েছেন এই টেস্টে। গত টেস্টের সেঞ্চুরিকারী যশস্বী কোনও রান না করেই, স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। রাহুলের হাত শক্ত করতে এসেছিলেন শুভমন গিল। তাঁরা ভালোই সেট হয়ে গিয়েছিলেন। রাহুল ৬৪ বলে ৩৭ রান করে আউট হয়ে যান। যদিও তিনি দু’বার জীবনদান পেয়েছেন এদিন। নাহলে অনেক আগেই আউট হতেন। শুভমনকে রেখে রাহুল ফিরতেই মাঠে নামেন বিরাট কোহলি। পারথে সেঞ্চুরি করেছিলেন বটে, তবে এদিন চারে নেমে ৮ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি। ২১ ওভারের ভিতর ভারতের টপ অর্ডার ফিরে যায় সাজঘরে। 

সেট হওয়া শুভমনকেও ফিরতে হয় ৩১ রানে। অজি পেসার জোশ হেজেলউড চোটের কারণে বাদ পড়েছেন অ্যাডিলেড টেস্ট থেকে। অস্ট্রেলিয়া বিকল্প হিসেবে তিন পেসারকে দলে টেনে নিয়েছিল। শন অ্যাবট, ব্রেন্ডন ডগেটের সঙ্গেই স্কট বোলান্ডকেও নেয় তারা। প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলা বোলান্ডই খেলছেন গোলাপি টেস্টে। ২০২৩ সালের অ্যাশেজে শেষবার টেস্ট খেলা বোলান্ডের প্রথম শিকার হন শুভমনই। এদিন ছয়ে নেমেছিলেন রোহিত। দলের কারণে নিজের ব্যাটিং অর্ডার বিসর্জন দেওয়া অধিনায়কও সেই বোলান্ডের বলেই এলবিডব্লিউ হন। মিডল অর্ডারে ভরসা ছিল ঋষভ পন্থের উপর। তিনিও এদিন হতাশই করেছেন। পাঁচে নেমে ৩৫ বলে ২১ রান করে ফিরেছেন পন্থ। ভারতের চূড়ান্ত ব্যাটিং ভরাডুবিতে একমাত্র উজ্জ্বল নীতীশ কুমার রেড্ডি। সাতে নেমে ৫৪ বলে তিনি ৪২ রান না করলে, ভারত আরও অনেক কম রানেই গুটিয়ে যেত। আটে নেমে অশ্বিনও ২২ বলে ২২ রান জুড়েছেন স্কোরবোর্ডে। এরপর হর্ষিত রানা, জসপ্রীত বুমরা কোনও রান না করেই ফিরেছেন। মহম্মদ সিরাজ অপরাজিত থাকেন ৪ রানে। এবার ভারতীয় বোলারদের কাঁধে দায়িত্ব।

আরও পড়ুন: ২০ ওভারে ৩৪৯ রান! উড়ল ৩৭ ছয়, বিষ্যুত্‍বারে বিশ্বরেকর্ড ভারতেই…
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *