NOW READING:
IND vs NZ Champions Trophy Final: ফাইনালেও ভূরি ভূরি ক্যাচ নষ্ট ভারতের! বোলাররা কত রানে থামালেন নিউ জ়িল্যান্ডকে?
March 9, 2025

IND vs NZ Champions Trophy Final: ফাইনালেও ভূরি ভূরি ক্যাচ নষ্ট ভারতের! বোলাররা কত রানে থামালেন নিউ জ়িল্যান্ডকে?

IND vs NZ Champions Trophy Final: ফাইনালেও ভূরি ভূরি ক্যাচ নষ্ট ভারতের! বোলাররা কত রানে থামালেন নিউ জ়িল্যান্ডকে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy 2025 Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত দুবাইয়ে মুখোমুখি হয়েছে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নিউ জ়িল্যান্ডের!  

রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নয়। এদিনও কয়েন টসে রোহিতের ভাগ্য আর ফিরল না! টানা ১২ বার টস হারলেন ভারত অধিনায়ক। কিংবদন্তি ব্রায়ান লারার পাশে বসলেন রোহিত। ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত লারা টানা টস হেরেছিলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত চারটি টসে হারলেও, প্রতিবার ম্যাচেই জিতেছে। টসের ক্ষেত্রে ভাগ্য রোহিতের সঙ্গ না দিলেও জয়ের ভাগ্য রোহিতেরই রয়েছে, দেখা যাক ফাইনালে কী হয়!

আরও পড়ুন: ফাইনালে এ কী হল! অঝোরে কেঁদে মাঠ ছাড়লেন কিউয়ি পেসার, এখনই অ্যাডভান্টেজে ভারত?

উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র বিধ্বংসী মেজাজে শুরু করেছিলেন। ৮ ওভারের ভিতর তাঁরা ৫৭ রান তুলে ফেলেছিলেন। এক সময়ে মনে হচ্ছিল দুই ওপেনারকে থামাতে না পারলে প্রলয় আসতে পারে। কিন্তু না, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা যোদ্ধা সেই বরুণ চক্রবর্তী এসেই ইয়ংকে (২৩ বলে ১৫) ফেরান। এরপর রাচিন (২৯ বলে ৩৭) ও কেন উইলায়মসনের (১৪ বলে ১১) উইকেট পরপর তুলে নিয়ে ভারতের মুখে হাসি ফোটান কুলদীপ যাদব। 

চারে নামা ড্যারেল মিচেল ঠিক করে নিয়েছিলেন যে, তিনি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে লড়বেন। তবে তাঁর হাত শক্ত করতে এসে পাঁচে নামা টম ল্যাথাম ৩০ বলে ১৪ রান করে আউট হয়ে যান। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ আউট হয়ে যান তিনি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ধুঁকতে থাকা দলকে অক্সিজেন দেওয়া মিচেল ১০১ বলে ৬৩ রানের সংযমী ও গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফেরেন। ৪৬ নম্বর ওভারে মহম্মদ শামির স্লোয়ারে কভারের উপর লোপ্পা ক্যাচ তুলে দেন রোহিতের হাতে। যথাক্রমে ছয়ে ও সাতে নামা গ্লেন ফিলিপস (৫২ বলে ৩৪) ও মাইকেল ব্রেসওয়েল ( ৪০ বলে ৫৩) শেষ পর্যন্ত রানের গতি বজায় রাখার চেষ্টা করেন। বোলারদের হাতযশে ভারত শেষপর্যন্ত কিউয়িদের ৫০ ওভারে ২৫১/৭ রানে বেঁধে রাখতে সমর্থ হয়। এদিন বরুণ-কুলদীপ দুই উইকেট করে নিয়েছেন। এক উইকেট শামি-জাদেজার ঝুলিতে। তবে ফাইনালে ভারত যদি ভূরি ভূরি ক্যাচ নষ্ট না করত, তাহলে কিউয়িরা ১৫০ রান করতে পারত কিনা, তা নিয়ে সন্দেহ আছে!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link