NOW READING:
WATCH | IND vs ENG: ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঝেই ‘ছি ছি ছি রে ননী’! হেসে ফেললেন কোহলি, মেতে উঠল দর্শকরা
February 10, 2025

WATCH | IND vs ENG: ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঝেই ‘ছি ছি ছি রে ননী’! হেসে ফেললেন কোহলি, মেতে উঠল দর্শকরা

WATCH | IND vs ENG: ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঝেই ‘ছি ছি ছি রে ননী’! হেসে ফেললেন কোহলি, মেতে উঠল দর্শকরা
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ওড়িয়া ভাষার এই গান। ভাইরাল ‘ছি ছি ছি রে ননী’ এবার বাজল ভারত-ইংল্যান্ড ম্যাচেও। উদ্দাম নাচ দর্শকদের, মিচকি হেসে ফেললেন কোহলি। বলা চলে ৬ বছর পর কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের ওয়ানডে ম্যাচ ফিরেছে। এমনি উত্তেজনা চরমে ছিল। তারই মাঝে বেজে উঠল ‘ছি রে ননী ছি’।  

গানটি বহুবার বাজানো হয়েছিল ম্যাচ চলাকালীন। জো রুট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ও স্টেডিয়ামে গানটা বাজানো হয়। যদিও রুটের পক্ষে গানের মানে বোঝা একেবারেই সম্ভব নয়। কিন্তু এই গানটি শোনার পর বিরাট কোহলিকে হাসতে দেখা যায় আর সমর্থকরা গ্যালারিতে নাচতে থাকেন। বলা চলে রোহিত শর্মার দুর্দান্ত কামব্যাক আর সঙ্গে এই ভাইরাল গান। যদিও বলা চলে এই গানটি একটি দুঃখের কিন্তু বর্তমানে সেটি পিকনিক থেকে শুরু করে সমস্ত জায়গায় বাজছে।

আরও পড়ুন: রবি সন্ধ্যায় ওড়িশায় ধেয়ে এল রোহিত সুনামি… সিরিজ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল ইংল্যান্ড

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু কটকে রোহিত-শো। ইংল্যান্ডে বিরুদ্ধ দ্বিতীয় ওয়ান ডে-কে সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান।  টি-টোয়েন্টির মতোই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও পকেটে পুরে ফেলল ভারত। উড়ে গেল ইংল্য়ান্ড। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচে ওয়ান সিরিজ এখন ২-০। পরপর দুটি একদিন ম্যাচেই জিতল ইংল্যান্ড। এদিন টিসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বস্তুত, ইনিংসে শুরুতে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন ফিল সল্ট ও বেন ডাকেট। ওপেনিং জুটিতেই উঠে যায়  ৮১ রান। এরপর সল্টকে আউট করেন বরুণ চক্রবর্তী। এদিনই ভারতের হয়ে একদিন ম্য়াচে অভিষেক হল তাঁর।

 ৩০৪ রান তাড়া করতে ভারতকে কার্যত একাই জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রোহিত। দীর্ঘদিন ধরে অফ ফর্ম চলছিল। এদিন মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। যখন আউট হন রোহিত, তখন তাঁর নামে পাশে  ৯০ বলে ১১৯ রান। ৩২তম ওয়ানডে সেঞ্চুরি। রোহিত আউট হওয়ার পর ধীরে-সুস্থে লক্ষ্যের দিকে এগিয়ে যান অক্ষর প্যাটেলরা। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৪৪ রান করে রান আউট হন শ্রেয়স আইয়ার। ৪৪ রান করে রান আউট হন শ্রেয়স আইয়ার। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন অক্ষর।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link