মেলবোর্নে সাজঘরে ফেরার পথে কটাক্ষের শিকার কোহলি, তেড়ে গেলেন সমর্থকদের দিকে, ভাইরাল ভিডিও

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:3 Minute, 32 Second


মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (IND vs AUS 4th Test) গতকাল তরুণ স্যাম কনস্টাসের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ ফের একবার তর্কাতর্কিতে জড়ালেন ভারতীয় দলের তারকা। তবে এবার প্রতিপক্ষের কোনও তারকা নয়, মাঠের গ্যালারিতে উপস্থিত দর্শকদের সঙ্গে বেঁধে গেল বিরাটের।

দ্বিতীয় দিনের শেষবেলায় ৩৬ রানের ইনিংস খেলে স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। একাগ্রতার সঙ্গে ব্যাটিং করেও ক্ষণিকের ভুলে ফের একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছিলেন হতাশ কোহলি। এই সময়ই তাঁর উদ্দেশে সমর্থকদের একাংশের তরফে কটাক্ষ উড়ে আসে। তখনই মেজাজ হারান বিরাট। এমসিজির টানেলে ঢোকার মুখে তাঁকে কটাক্ষ করা সমর্থকদের দিকে ফিরে তাকান কোহলি। তবে সৌভাগ্যবশত জিনিসপত্র নাগালের বাইরে যাওয়ার আগেই সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী কোহলিকে শান্ত করে তাঁকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যান।

 

গোটা ঘটনাটির ভিডিও এখন ভাইরাল। কোহলি যে আবেগ লুকিয়ে রাখেন না, তা এতদিনে সকলেই জানেন। গতকাল কনস্টাসের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। ঘটনাটি ঘটে অজ়ি ইনিংসের দশম ওভারের পর। দিক বদলের সময় বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের (Sam Konstas) ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই মাঝ পিচে দুইজন দুইজনের দিকে ফিরে তাকান। কোহলিকে কিছু বলতে শোনা যায়, পাল্টা দেন কনস্টাস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাঠে আম্পায়ার এবং উসমান খাওয়াজাকে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দিতে হয়। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় যে কনস্টাস সোজা পথে এগোলেও, কোহলি বরং অপরপ্রান্ত থেকে আসার সময় নিজের পথ পরিবর্তন করেন এবং খানিকটা ইচ্ছাকৃতভাবে গিয়েই তরুণ তুর্কিকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন।

এই নিয়েই কোহলি প্রবল সমালোচিত হন। প্রায় তাঁর অর্ধেক বয়সের এক তরুণকে ধাক্কা দেওয়াটা তাঁর উচিত হয়নি বলে অনেকেই মনে করেন। সুনীল গাওস্কর, রবি শাস্ত্রীরাও তাঁর বিপক্ষেই কথা বলেন। গোটা ঘটনায় কোহলি অজ়ি মিডিয়া এবং সমর্থকদের একাংশের চক্ষুশূল হয়ে উঠেন। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই তাঁকেও কটাক্ষের মুখে পড়তে হল।

আরও পড়ুন: প্রয়াত মনমোহন সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে রোহিতরা 

আরও দেখুন





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *