অভিষেকে কনস্টাস-শো, প্রথম সেশনে ১১২/১ তুলল অস্ট্রেলিয়া
মেলবোর্ন: কনিষ্ঠতম বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে বক্সিং ডে টেস্টে (IND vs AUS 4th Test) অভিষেকে। আর অভিষেকেই যশপ্রীত বুমরাকে স্কুপ, রিভার্স স্কুপ মারার সাহস দেখানো মুখের কথা নয়। সেই কার্যত দুঃসাহসিক কাজটাই করে দেখালেন স্যাম কনস্টাস (Sam Konstas)। অভিষেক টেস্টে আগ্রাসী ইনিংসে টিনএজ তারকা প্রমাণ করে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আর কনস্টাসের ব্যাটে ভর করেই তড়তড়িয়ে এগোল অস্ট্রেলিয়ান ইনিংস। প্রথম সেশন শেষে অস্ট্রেলিয়াস স্কোর ১১২/১।
চতুর্থ টেস্টের ম্যাচ শুরুর আগেই অস্ট্রেলিয়া নিজেদের একাদশের ঘোষণা করে দিয়েছিল। সকলে তাকিয়ে ছিলেন ভারতীয় একাদশের দিকে। মেলবোর্নে একাদশে একটি বদল ঘটিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুভমন গিলের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়। পাশাপাশি টসে ভারতীয় অধিনায়ক রোহিত টপ অর্ডারে তাঁর প্রত্যাবর্তনের কথাও জানিয়ে দেন। তবে টসভাগ্য ভারতের সঙ্গে ছিল না। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ভারতীয় দলকে বোলিং করার আহ্বান দেন। দলের ব্যাটাররা যে তাঁর সিদ্ধান্তের মান রেখেছেন, তা বলাই বাহুল্য।
Lunch on Day 1 of the 4th Test.
Australia 112/1
Scorecard – https://t.co/MAHyB0FTsR… #AUSvIND pic.twitter.com/77nEKIp1KI
— BCCI (@BCCI) December 26, 2024
তরুণ তুর্কি কনস্টাস ও বহু যুদ্ধের ঘোড়া উসমান খাওয়াজা অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দাপুণ করেন। তবে কনস্টাসের দাপটে খাওয়াজা কিছুটা ব্যাকসিটই নেন খাওয়াজা। কনস্টাসের ব্যাটিং ইনিংস দেখে কে বলবে, ছেলেটা সদ্য অভিষেক ঘটিয়েছে। তরুণ অস্ট্রেলিয়ানের ব্যাটিংয়ে আট থেকে আশি, সকলেই কিন্তু প্রভাবিত হন। তবে অবশেষে রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লু হন। লাঞ্চ পর্যন্ত আর কোনও উইকেট হারায়নি অস্ট্রিলাট প্রথম সেশন শেষে অজ়িদের হয়ে ৩৮ রানে খাওয়াজা ও মার্নাস লাবুশেন ১২ রানে অপরাজিত রয়েছেন।
ভারতীয় দল দ্রুতই দ্বিতীয় সেশনে এর পরিস্থিতি বদলে ফেলতে মরিয়া হয়ে মাঠে নামবে। খাওয়াজা বা লাবুশে, কেউই এই সিরিজ়ে সেরা ফর্মে নেই। মেলবোর্নের ব্যাটিং সহায়ক পিচেই ফর্মে ফিরতে নিঃসন্দেহে বদ্ধপরকর হবেন দুই অজ়ি তারকা অপরদিকে, দ্রুত উইকেট নেওয়ার লক্ষ্যে থাকবে ভারত।
আরও পড়ুন: আচমকাই অবসরে সংশয়ে সমর্থকরা, আসন্ন আইপিএলে কি সিএসকের হয়ে আদৌ মাঠে নামবেন আর অশ্বিন?
আরও দেখুন