ভারতের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে ১২৭ রানেই শেষ বাংলাদেশের ইনিংস
গ্বালিয়র: জার্সির রং বদলেছে, বদলেছে বলের রং। তবুও বদলাল না ব্যাটিং ব্যর্থতা। ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs BAN 1st T20I) মাত্র ১২৭ রানেই অল আউট হয়ে গেল বাংলাদেশ। ভারতীয় দলের বোলারদের অলরাউন্ড পারফরম্যান্সেই বড় রান করতে ব্যর্থ হলেন নাজমুল হোসেন শান্তরা। টিম ইন্ডিয়ার হয়ে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও অর্শদীপ সিংহ (Arshdeep Singh) তিনটি করে উইকেট নেন।
সিরিজ়ের জন্য এক তরুণ ফাস্ট বোলিং বিভাগ নির্বাচন করেছিল ভারত। আবার বহুদিন পর বরুণ চক্রবর্তী, তিলক বর্মারাও দলে ফিরেছেন। তাই প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশ কেমন হবে, সেই দিকে নজর রেখেছিলেন অনেকে। বিশেষ নজর ছিল গতির সওদাগর ময়ঙ্ক যাদব সুযোগ পান কি না, সেইদিকে। তিনি তো সুযোগ পানই, পাশাপাশি তাঁর সঙ্গেই আন্তর্জাতিক অভিষেক ঘটে নীতীশ কুমার রেড্ডিরও। দুই তরুণের পাশাপাশি বোলিংয়ে অভিজ্ঞ বরুণকেও রাখা হয়।
Innings Break!
A magnificent bowling performance restricts Bangladesh to 127 👏👏#TeamIndia‘s chase coming up shortly ⏳
Scorecard – https://t.co/Q8cyP5jXLe#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/Gu6wQLPXxg
— BCCI (@BCCI) October 6, 2024
ম্যাচে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পান অর্শদীপ সিংহ। লিটন দাসকে চার রানে ফেরত পাঠান সাজঘরে। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার পারভেজ ঈমনকেও আউট করেন অর্শদীপই। ময়ঙ্ক যাদব বল হাতে তুলে নিয়েই নজর কাড়েন। প্রথম ওভারে সাফল্য না পেলেও, মেডেন নেন তিনি। পরের ওভারে মেলে মাহমাদুল্লাহের উইকেটও।
বরুণ চক্রবর্তীর দাপটে বাংলাদেশ মিডল অর্ডারের কেউই এদিন বড় রান পাননি। অধিনায়ক শান্ত বেশ লড়ছিলেন। তবে তিনিও মাত্র ২৭ রানে ওয়াশিংটনের বলে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শেষের দিকে মেহেদি হাসান মিরাজ ৩৫ রানের ইনিংস না খেললে বাংলাদেশের হয়তো শতরানের গণ্ডি পার করাও চাপ হত। কোনওক্রমে ১২৭ রান তোলে ওপার বাংলার দল।
ভারত-বাংলাদেশ ম্যাচের লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হার্দিকের বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন তিনি? নিজেই জবাব দিলেন সূর্যকুমার যাদব
আরও দেখুন