# Tags
#Blog

WATCH | Cristiano Ronaldo: অবিশ্বাস্য! ৩৯ বছরেও বাইসাইকেল-কিকে গোল, নেটপাড়া বুঁদ রোনাল্ডোর ম্যাজিকে…

WATCH | Cristiano Ronaldo: অবিশ্বাস্য! ৩৯ বছরেও বাইসাইকেল-কিকে গোল, নেটপাড়া বুঁদ রোনাল্ডোর ম্যাজিকে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল। শুক্রবার মন ভরিয়ে দিল সমস্ত ভক্তদের। বয়স তাঁর ৩৯ বছর, এই বয়সেও সেই অবিশ্বাস্য গোল। নেশনস লিগে পোল্যান্ডকে (Polland) পাঁচ গোল দিল পর্তুগাল (Portugal)। কিন্তু পাঁচটি গোল নয়, চর্চায় একটি গোল। পুরনো মেজাজে রোনাল্ডো। 

শুক্রবারের ম্যাচে মোট ছয়টি গোল হয়েছে। ৫-১ গোলে জিতেছে পর্তুগাল। প্রথম হাফে কোনরকমের গোল না হলেও। টানটান ছয়টি গোল হয় দ্বিতীয় হাফে। ৫৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন রাফায়েল লিয়ায়ো। মাঝখানে ১৩ মিনিটের মতন গ্যাপ থাকলেও ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেই ব্যবধান বৃদ্ধি করেন রোনাল্ডো। একের পর এক গোল করেন ব্রুনো ফার্নান্দেস (Bruno Fernandes) এবং পেদ্রো নেটো (Pedro Neto) । 

আরও পড়ুন: EXPLAINED | Kylian Mbappe Psychological Issues: এখন মানসিক সমস্যায় ভুগছেন এমবাপে! ফরাসি কোচের কথায় ঝড় উঠে গেল…

যখন ম্যাচ একদম শেষ মুহূর্তে এসে পৌঁছায় প্রায় ৮৭ মিনিটের মাথায় সেই অবিশ্বাস্য গোল করলেন রোনাল্ডো। চেনা মাটি থেকে উঠে হাওয়াই শরীর ছুড়ে পাটাকে ঘুরিয়ে বাইসাইকেল কিক করলেন তিনি। যদিও পরবর্তীতে একটি গোল দিয়ে একটা গোল ফেরত  দেয় পোল্যান্ড। কিন্তু ততক্ষণে সময় শেষ। ৫-১ গোলে জিতেনিল পর্তুগাল। পর্তুগাল নিজেদের না হারার রেকর্ড বহাল রাখল। এবং গ্রুপে টপে নিজেদের স্থান ধরে রাখল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal