NOW READING:
১ অক্টোবর থেকেই বদলে যাবে আয়কর সংক্রান্ত এই সমস্ত নিয়ম- কী সুবিধে হবে ?
September 26, 2024

১ অক্টোবর থেকেই বদলে যাবে আয়কর সংক্রান্ত এই সমস্ত নিয়ম- কী সুবিধে হবে ?

১ অক্টোবর থেকেই বদলে যাবে আয়কর সংক্রান্ত এই সমস্ত নিয়ম- কী সুবিধে হবে ?
Listen to this article


TDS Rate Change: শেয়ার বাজারে ফিউচার ও অপশন ট্রেডিংয়ের সিকিউরিটিজ ট্রান্সাকশন ট্যাক্স, টিডিএস রেট সহ প্রত্যক্ষ আয়কর সমস্ত ক্ষেত্রে ‘বিবাদ সে বিশ্বাস ২০২৪’ স্কিমে বদল আনা হয়েছে আর এই বদল কার্যকর হতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে। কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তন (Income Tax Rule) আসছে তা জেনে নেওয়া জরুরি। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করার সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন বেশ কিছু আয়কর সংক্রান্ত নিয়ম বদলের কথা ঘোষণা করেছিলেন যা ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে।

বাড়তে চলেছে STT

২০২৪-২৫ অর্থবর্ষের সম্পূর্ণ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, শেয়ার বাজারে ফিউচারস ও অপশনসে ট্রেডিং করার ক্ষেত্রে যে সিকিউরিটিজ ট্রানসাকশান ট্যাক্স দিতে হয় ট্রেডারদের, সেই ট্যাক্স রেটে বদল আসতে চলেছে। ০.১ শতাংশ STT নেওয়া হত এতদিন, এবার তা বেড়ে হয়েছে ০.০২ শতাংশ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকেই এই ট্যাক্স কার্যকর হবে। এর অর্থ হল ট্রেডারদের ডেরিভেটিভ বাজারে ট্রেড করার জন্য এবার থেকে আরও বেশি কর দিতে হবে।

শেয়ার বাইব্যাকের উপর কার্যকর হবে ট্যাক্স

শেয়ারহোল্ডারদের শেয়ার বাইব্যাক করার সময় শেয়ার সারেন্ডার করলে যে মুনাফা হত সেই মুনাফার উপর এবার থেকে কর আরোপ হবে। শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের খরচের কথা মাথায় রেখেই ক্যাপিটাল গেন বা লস গণনা করা হবে। এর ফলে বিনিয়োগকারীদের উপর করের বোঝা বাড়বে ১ অক্টোবর থেকেই।

ফ্লোটিং রেট বন্ড টিডিএস

বাজেটে ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বন্ড বা ফ্লোটিং রেট সহ বন্ডের উপর ১০ শতাংশ হারে টিডিএস কাটা হবে, ১ অক্টোবর থেকে তা কার্যকর হতে চলেছে। এই বদলের মধ্যে পড়বে বন্ডে বিনিয়োগ থেকে ১০ হাজার টাকার বেশি আয় হলে ১০ শতাংশ হারে টিডিএস দিতে হবে। কিন্তু আয় ১০ হাজার টাকার কম হলে কোনও টিডিএস দিতে হবে না।

টিডিএস রেটে কী বদল

সংসদে আর্থিক বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে টিডিএস রেটে বদল আনার অনুমোদন পাওয়া গিয়েছিল যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আয়করের ১৯ডিএ, ১৯৪এইচ, ১৯৪-১বি, ১৯৪এম ধারার অধীনে টিভিএস হার ৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২ শতাংশ। ই-কমার্স অপারেটরদের জন্য টিডিএস হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। সিবিডিটি ঘোষণা করেছে আয়কর সম্পর্কিত মুলতুবি মামলা নিষ্পত্তির জন্য বিবাদ সে বিশ্বাস ২০২৪ নামের প্রকল্প চালু হবে ১ অক্টোবর থেকেই।

আধার সম্পর্কিত পরিবর্তন

প্যান কার্ডের অপব্যবহার এবং ডুপ্লিকেশন রোধ করার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বা প্যানের জন্য আবেদন করার সময় আধার নম্বরের বদলে আধার এনরোলমেন্ট নম্বর দেওয়ার নিয়ম আর কার্যকর থাকবে না।

আরও পড়ুন: Disney+ Password Sharing: Netflix-এর পর এবার Disney+, অন্যকে পাসওয়র্ড দিলে গুনতে হবে বাড়তি টাকা

আরও দেখুন



Source link