NOW READING:
Income Tax: বছরে ১৫ লক্ষ বা তার কম আয়! তাহলেই কম দিতে হবে ট্যাক্স, বিরাট ছাড়…
December 27, 2024

Income Tax: বছরে ১৫ লক্ষ বা তার কম আয়! তাহলেই কম দিতে হবে ট্যাক্স, বিরাট ছাড়…

Income Tax: বছরে ১৫ লক্ষ বা তার কম আয়! তাহলেই কম দিতে হবে ট্যাক্স, বিরাট ছাড়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি আসতে চলেছে। আয়করের বোঝা লাঘব হতে চলেছে আগামী বছরের বাজেটে। বাজেটে কর কমানোর কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রয়টার্স সূত্রে খবর, ধীরগামী অর্থনীতিকে চাঙ্গা করতে বিক্রি বাডা়তেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মুদ্রাস্ফীতি যে হারে বেড়ে চলেছে, তাতে অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। ক্রয়ক্ষমতা কমছে মধ্যবিত্ত শ্রেণির। 

আরও পড়ুন, Paracetamol Side Effects: অল্প কিছুতেই প্যারাসিটামল খাচ্ছেন? অজান্তেই মারাত্মক ক্ষতি করছেন, কড়া নাড়চ্ছে ভয়ংকর রোগ…

তাই দেশের অর্থনীতিতে গতি আনতেই এই পদক্ষেপ। এটা হলে, তাহলে লক্ষ লক্ষ আয়করদাতা সুফল ভোগ করবেন। বিশেষ করে শহুরে আয়করদাতাদের, যাদের দৈনন্দিন বাজারদরে নাভিশ্বাস উঠছে। গ্রামের তুলনায় শহরে জীবনধারণের খরচ বেশি। ২০২০ সালে নরেন্দ্র মোদি সরকার যে নয়া করনীতি চালু করে, তাতে ৩ থেকে ১০.৫ লক্ষ আয় যাঁদের, তাঁদের ৫ থেকে ২০ শতাংশ হারে কর দিতে হয়। ১০.৫ লক্ষের বেশি আয়ে আয়কর দিতে হয় ৩০ শতাংশ। 

পরিসংখ্যানে স্পষ্ট, চাহিদা কমেছে সাবান, শ্যাম্পু, বিস্কুট থেকে শুরু করে গাড়ি, স্কুটার, মোটরবাইক ইত্যাদির। মধ্যবিত্ত ক্রেতার অভাবে সাধ্যের ফ্ল্যাট-বাড়ির বাজার কার্যত ঝিমোচ্ছে। এই অবস্থায় কেন্দ্রের আশঙ্কা, আমজনতার হাতে খরচের জন্য অতিরিক্ত টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর ব্যবস্থা না করলে সমূহ বিপদ। 

ভারতীয় করদাতাদের জন্য দু’টি কর ব্যবস্থা চালু আছে। পুরনোটিতে বাড়িভাড়া ও বিমার প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়। ২০২০ সালে যে নয়া কর জমানা শুরু হয়েছে, তাতে তেমন কোনও ছাড়ের অবকাশ নেই। সূত্রের খবর, ছাড় কতটা হবে সে বিষয়ে সিদ্ধান্ত এখনও নেয়নি। আগামী ১ ফেব্রুয়ারি বাজেটের আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। ভারত তার আয়করের সিংহভাগ পায় যারা কমপক্ষে ১০ লক্ষ টাকা উপার্জন করে তাদের থেকে এবং যার হার ৩০%। 

আরও পড়ুন, EXPLAINED | Kolkata: তৈরি দেশের ২০০০ শিল্পী! একসঙ্গে তাঁরা কী করতে চলেছেন শীতের কলকাতায়? জানলে চমকে যাবেন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link